মঙ্গলবার, ২৬শে নভেম্বর ২০২৪, ১১ই অগ্রহায়ণ ১৪৩১ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংঘর্ষে না জড়িয়ে শিক্ষার্থীদের শান্ত থাকার আহ্বান সরকারের
  • যাত্রাবাড়ী-ডেমরায় ৬ প্লাটুন বিজিবি মোতায়েন
  • ডিএমপি কমিশনারের সঙ্গে বৈঠকে অটোরিকশাচালকরা
  • ব্যাটারিচালিত রিকশা নিয়ে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আবেদন
  • ঢাকার ৫ এলাকার বাতাস আজ ‘ঝুঁকিপূর্ণ’
  • রাজধানীর বেশির ভাগ ফুটপাত দখলে, যানজটের পাশাপাশি বাড়ছে দুর্ঘটনা
  • সম্পদের হিসাব দিতে আরও ১ মাস পাবেন সরকারি কর্মচারীরা
  • শপথ নিলেন নতুন সিইসি ও ৪ নির্বাচন কমিশনার
  • বঞ্চিত কর্মকর্তাদের গ্রেড-১ দেওয়া হবে
  • ৫ বিসিএসে ১৮ হাজার প্রার্থী নিয়োগ দেবে সরকার

র‌্যাবের অভিযানে ৫৭কেজি গাঁজা দুটো গাড়ি মোবাইল জব্দ, আটক ৩

হারুনূর রশিদ ,নরসিংদী

প্রকাশিত:
২২ জানুয়ারী ২০২৪, ১৬:১৮

নরসিংদীর রায়পুরায় র‌্যাব-১১ এর পৃথক অভিযানে ৫৭কেজি গাঁজাসহ ৩ জনকে আটক করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে দুটো সাদা রং এর প্রাইভেটকার, নগদ অর্থ ও ৫টি মোবাইল ফোন জব্দ করা হয়।

রবিবার (২১ জানুয়ারী) দিবাগত রাতে উপজেলার মরজাল এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সংক্রান্ত ব্যাপারে র‌্যাবের পক্ষ থেকে রায়পুরা থানায় আলাদা দুটি মামলা দায়ের করা হয়েছে।

মামলার আসামীরা হলেন হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার মৃত হোসেন আলীর ছেলে মো: মিঠু (২৮), রংপুরের পীরগাছা এলাকার বাবুল আক্তারের ছেলে চালক মো: সেলিম আহম্মেদ হোসেন (৩৬), আরিফ (২২) ও মো: আজিজ (৩৫), জামালপুরের দেওয়ানগঞ্জ এর ওয়াজেদ আলীর ছেলে মো: জুয়েল (২০) ও রাজিব (২৮)। এর মধ্যে ৩ জনকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

এজহার সূত্রে জানা গেছে, রবিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১ সদস্যরা রায়পুরার মরজাল এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কের হারুন মটর এন্ড টায়ার স্টোরের সামনে পাকা রাস্তার উপর টহল চলাকালীন সময়ে দ্রæত গতিতে আসা একটি প্রাইভেটকারকে থামানোর সংকেত দিলে গাড়িটি দ্রুত চেকপোষ্ট অতিক্রম করে। পরে গাড়িটিকে থামালে গাড়িতে থাকা ৪ জন পালিয়ে যাওয়ার চেষ্টার সময় দুইজনকে আটক করা হয় অপর ২জন আরিফ ও সেলিম আহমেদ হোসেন পালিয়ে যায়। এবং মরজাল সোনালী ব্যাংক এর সামনে থেকে আরো ১জনকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকেও ১টি পিকআপ জব্দ করা হয়। এ নিয়ে মোট ৩ জনকে আটক করার কথা জানিয়েছে পুলিশ। দুই মামলায় আসামীদের কাছ থেকে ৫৭ কেজি গাঁজা উদ্ধার করা হয়। যার আনুমানিক মুল্য ১১ লক্ষ ৪০ হাজার টাকা। এছাড়াও তাদের কাছ থেকে নগদ টাকা ও ৫ টি মোবাইল ফোন, ২টি গাড়ি জব্দ করা হয়।


রায়পুরা থানার পরিদর্শক (তদন্ত) মীর মাহবুবুর রহমান বলেন, পৃথক দুটো মামলায় ৫৭কেজি গাঁজাসহ দুটো সাদা রং এর প্রাইভেটকার, নগদ অর্থ ও ৫টি মোবাইল ফোন থানায় জব্দ দেখানো হয়েছে। গ্রেফতারকৃত ৩জনকে সোমবার দুপুরে পুলিশী প্রহরায় বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরন করা হয়েছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর