মঙ্গলবার, ২৬শে নভেম্বর ২০২৪, ১২ই অগ্রহায়ণ ১৪৩১ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংঘর্ষে না জড়িয়ে শিক্ষার্থীদের শান্ত থাকার আহ্বান সরকারের
  • যাত্রাবাড়ী-ডেমরায় ৬ প্লাটুন বিজিবি মোতায়েন
  • ডিএমপি কমিশনারের সঙ্গে বৈঠকে অটোরিকশাচালকরা
  • ব্যাটারিচালিত রিকশা নিয়ে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আবেদন
  • ঢাকার ৫ এলাকার বাতাস আজ ‘ঝুঁকিপূর্ণ’
  • রাজধানীর বেশির ভাগ ফুটপাত দখলে, যানজটের পাশাপাশি বাড়ছে দুর্ঘটনা
  • সম্পদের হিসাব দিতে আরও ১ মাস পাবেন সরকারি কর্মচারীরা
  • শপথ নিলেন নতুন সিইসি ও ৪ নির্বাচন কমিশনার
  • বঞ্চিত কর্মকর্তাদের গ্রেড-১ দেওয়া হবে
  • ৫ বিসিএসে ১৮ হাজার প্রার্থী নিয়োগ দেবে সরকার

নোবিপ্রবি

ইএসডিএম বিভাগে ল্যাব ও স্মার্ট সেমিনার লাইব্রেরি ওয়েবসাইট উদ্বোধন

আবদুল্লাহ আল নাঈম,নোবিপ্রবি

প্রকাশিত:
২২ জানুয়ারী ২০২৪, ১৯:৫৬

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) এনভায়রনমেন্টাল সায়েন্স এন্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট (ইএসডিএম) বিভাগে এনভায়রনমেন্টাল কোয়ালিটি এসেসমেন্ট ল্যাব (EQuAl) এবং স্মার্ট সেমিনার লাইব্রেরি ম্যানেজমেন্ট ওয়েবসাইট উদ্বোধন করা হয়েছে।
 
 সোমবার (২২ জানুয়ারি) সকালে বিশ্ববিদ্যালয়ের  একাডেমিক ভবন-২ এর ৬ষ্ঠ তলায় ইএসডিএম বিভাগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ ল্যাব ও লাইব্রেরির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ দিদার-উল-আলম।
 
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোবিপ্রবি কোষাধ্যক্ষ  অধ্যাপক ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর ও শিক্ষক সমিতির সভাপতি  অধ্যাপক ড. বিপ্লব মল্লিক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইএসডিএম বিভাগের চেয়ারম্যান ড. মোহাম্মদ মহিনুজ্জামান। এছাড়াও অনুষ্ঠানে বিভাগের অন্যান্য শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
 
উদ্বোধন শেষে উপাচার্য  ল্যাবে স্থাপিত অত্যাধুনিক যন্ত্রপাতি সঠিক উপায়ে ব্যবহারের পরামর্শ দেন। এরপর তিনি স্মার্ট সেমিনার লাইব্রেরি ম্যানেজমেন্ট ওয়েবসাইট এর প্রদর্শনী পর্যবেক্ষণ করেন এবং এমন উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন।
 
প্রসঙ্গত, এনভায়রনমেন্টাল কোয়ালিটি এসেসমেন্ট ল্যাবে স্থাপিত যন্ত্রপাতি পরিবেশের মূল উপাদান যেমন মাটি, পানি, বায়ু, শব্দ ইত্যাদির গুণগত ও পরিমাণগত বিশ্লেষণে ব্যবহৃত হবে। অন্যদিকে স্মার্ট সেমিনার লাইব্রেরি ম্যানেজমেন্ট ওয়েবসাইট এর মাধ্যমে শিক্ষার্থীরা সহজে বই নিতে পারবে এবং পড়া শেষে জমা দিতে পারবে। ওয়েবসাইটে বিভাগের একাডেমিক বই, জার্নাল ও পাবলিকেশনের অনলাইন সংস্করণ দেয়া রয়েছে, যা সহজে ডাউনলোড করা এবং পড়া সম্ভব।

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর