প্রকাশিত:
২৪ জানুয়ারী ২০২৪, ১৭:৫৬
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) নবীন শিক্ষার্থীকে র্যাগিং ও ক্যাম্পাসের মেডিকেল সেন্টারে ভাঙচুরের ঘটনায় ৬ জন শিক্ষার্থীকে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। এর মধ্যে একজনকে স্থায়ী ও ৫ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।
বুধবার (২৪ জানুয়ারি) বিকেলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এইচ এম আলী হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মেডিকেল সেন্টারে ভাঙচুরের ঘটনায় আইন বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রেজওয়ান সিদ্দিকী কাব্যকে স্থায়ী এবং র্যাগিংয়ের ঘটনায় হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শেখ সালা উদ্দিন সাকিব, মিজানুর রহমান ইমন, শাহরিয়ার হাসান, হিশাম নাজির শুভ ও সাদমান সাকিবকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। এ পাঁচজনকে প্রথম বর্ষের ২য় সেমিস্টারের জন্য বহিষ্কার করা হয়েছে।
ক্যাম্পাস সূত্রে জানা যায়, গতবছর ১০ জুলাই বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে ভাঙচুরের ঘটনা ঘটে। এই ঘটনায় অভিযোগ দায়েরের পর তদন্ত কমিটি গঠন করা হয়। এদিকে, গতবছর ৯ সেপ্টেম্বর হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের ২০২২-২৩ সেশনের এক নবীন শিক্ষার্থী সিনিয়র শিক্ষার্থীর বিরুদ্ধে রেগিংয়ের অভিযোগ করেন। এ ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করে কর্তৃপক্ষ। উভয় কমিটির প্রতিবেদনে সংশ্লিষ্টতা প্রমাণিত হওয়ায় এ সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
উল্লেখ্য, গত ১৯ ডিসেম্বর ছাত্র শৃঙ্খলা কমিটির ১২তম সভায় ৫ জনকে সাময়িক এবং ১ জনকে স্থায়ীভাবে বহিষ্কারের সুপারিশ করা হয়।
মন্তব্য করুন: