প্রকাশিত:
২৯ জানুয়ারী ২০২৪, ১৫:০১
খুলনা নগরীতে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাবার উৎপাদন, সংরক্ষণসহ নানা অপরাধে তপন এন্ড রতন চানাচুর মালিক এবং বনফুল মিষ্টান্নকে এক লাখ টাকা করে মোট ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
রোববার (২৮ জানুয়ারি) নগরীতে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুস সোবহানের নেতৃত্বে বিভিন্ন খাদ্য স্থাপনায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। বিভিন্ন অপরাধে নিরাপদ খাদ্য আইন ২০১৩ অনুসারে জরিমানা আরোপ এবং আদায় করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনাকালে উপস্থিত ছিলেন জেলা নিরাপদ খাদ্য অফিসার মোকলেছুর রহমান সুমন, খুলন সিটি কর্পোরেশনের ফুড এন্ড স্যানিটারী পরিদর্শক শেখ মেহেদী হাসান বুলবুল ও নিরাপদ খাদ্য পরিদর্শক নবজিৎ বাইনসহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ। এ সময় খুলনা জেলা পুলিশের একটি টিম নিরাপত্তার দায়িত্ব পালন করে।
মন্তব্য করুন: