প্রকাশিত:
২৯ জানুয়ারী ২০২৪, ১৬:৩৭
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) অধ্যয়নরত গাজীপুর জেলার শিক্ষার্থীদের সংগঠন 'গাজীপুর জেলা ছাত্রকল্যাণ সমিতি'র নতুন কমিটিতে সভাপতি হয়েছে শরিফুল ইসলাম এবং সাধারণ সম্পাদক হয়েছে মোঃ আসাদুজ্জামান সজল।
সোমবার (২৯ জানুয়ারি) সংগঠনটির উপদেষ্টামণ্ডলীর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই বিষয়ে জানানো হয়।নবগঠিত কমিটির সভাপতি ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস
(এমআইএস) বিভাগের ১৪ ব্যাচের শিক্ষার্থী এবং সাধারণ সম্পাদক পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা( ইএসডিএম) বিভাগের ১৪ ব্যাচের শিক্ষার্থী।
নবগঠিত কমিটিতে অন্যান্য পদে রয়েছে-সিনিয়র সহ-সভাপতি পূর্ণা সিংহ পুরকায়স্থ,সহ-সভাপতি আহমাদ উমাইর ও ইমতিয়াজ আহমেদ,যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুর রহমান পিয়াল,লিমন হাসান ও আতিক হাসান,সাংগঠনিক সম্পাদক আবদুল্লাহ মোস্তফা,নাজমুন নাহার শাম্মী ও আব্দুল্লাহ আল জামিল,প্রচার সম্পাদক শাহ আলম সিদ্দিকী,দপ্তর সম্পাদক আমির হামজা।
এছাড়াও রয়েছে অর্থ সম্পাদক ফয়সাল মাহমুদ,আইন সম্পাদক রাশেদুর রহমান সিজান,আপ্যায়ন বিষয়ক সম্পাদক হাবিবা সুলতানা রিমা,ছাত্রী বিষয়ক সম্পাদক জুবাইয়া ঐশী,সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক জান্নাতুল নাঈম প্রিয়ন্তী,বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক কাউসার হোসেন,ক্রীড়া বিষয়ক সম্পাদক মাহমুদ হাসান এবং কর্মসূচী বিষয়ক সম্পাদক তানভীর হোসেন এমুদার।
নবগঠিত কমিটির সভাপতি শরিফুল ইসলাম বলেন,সকলের সহযোগিতায় আমরা সংগঠনকে এগিয়ে নিয়ে যাবো। কমিটির মাধ্যমে আমরা সবাইকে সাথে নিয়ে প্রতিবছর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে আসা শিক্ষার্থীদের ও ভর্তি পরবর্তী করণীয় বিষয়ে নবীন শিক্ষার্থীদের বিভিন্ন সহযোগিতায় কাজ করে যাবো। কীভাবে, কি করে সংগঠনের সাবেক, বর্তমান সকলের কল্যাণে কাজ করা যায় ও সংগঠনকে আরো নান্দনিক ভাবে সাজানো যায়, গতিশীল করা যায় সেই বিষয়ে নানাবিধ পদক্ষেপ নিবো ইনশাআল্লাহ।
সাধারণ সম্পাদক মোঃ আসাদুজ্জামান সজল বলেন, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত গাজীপুর জেলার সকল সাধারণ শিক্ষার্থীদের উন্নয়নের স্বার্থে কাজ করে যাচ্ছে গাজীপুর জেলা ছাত্রকল্যাণ সমিতি। ইনশাআল্লাহ ভবিষ্যতে শিক্ষা, গবেষণা, সংস্কৃতি সহ সকল গঠনমূলক কাজে আমরা এগিয়ে যাবো। নবগঠিত কমিটির মাধ্যমে আমাদের সংগঠনের সকল কার্যক্রমের গতি নতুন উদ্যমে আরও বহুগুণ বাড়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করছি।
মন্তব্য করুন: