প্রকাশিত:
২৯ জানুয়ারী ২০২৪, ১৭:০৫
কুমিল্লার হোমনায় মাথাভাঙা ভৈরব উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী মো. পারভেজ আহমেদ (১৬) কে মারধর ও অপহরণের অভিযোগে মানববন্ধন করা হয়েছে ।
সোমবার (২৯ জানুয়ারী) দুপুর দেড়টায় উপজেলার মাথাভাঙা ভৈরব উচ্চ বিদ্যালয়ের পাশে নিশংস কর্মকাণ্ডের সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে স্কুল শিক্ষার্থী ও তার সহপাঠীরা মানববন্ধনটি করেছেন।
বিদ্যালয়ের শিক্ষার্থী মো. মাহফুজ বলেন, আমাদের বিদ্যালয়ের শিক্ষার্থী পারভেজ আহমেদ ভাইকে হত্যার চেষ্টায় বিদ্যালয় থেকে অপহরণ করে নিয়ে নির্মমভাবে মারধর করে আহত করেন। এই কর্মকাণ্ডের সাথে জড়িতদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার দাবী জানাচ্ছি।
বিদ্যালয়ের আরেক শিক্ষার্থী তৈয়বা বলেন, স্কুল চলাকালীন সময়ে আমাদের বড় ভাই পারভেজ কে তারা তুলে নিয়ে মারধর করেছে আমরা তাদের শাস্তি চাই।
মো. পারভেজ আহমেদ এর চাচাতো ভাই মিলন বলেন, আমার চাচাতো পারভেজ এই স্কুলের একজন শিক্ষার্থী সে গতকাল ২৮ জানুয়ারী স্কুলে আসল পূর্বের শত্রুতার জের ধরে শাহ আলী মেম্বারের নেতৃত্বে ,সেলিম, তানবীর, আনিছ,জুয়েল সহ আরও কয়েকজন
তাকে স্কুলের মাঠ থেকে অপহরণ করে নিয়ে মারধর করে আহত করেন। তিনি আরও বলেন আমরা এর দৃষ্টাদন্তমূল শাস্তি চাই যেন আর কোনো শিক্ষার্থীর উপর এই ভাবে নির্মম ভাবে মারধর করতে সাহস না পায়।
এব্যাপারে শাহ আলী মেম্বারের মুঠোফোনে কল দিলে ফোনটি অন্য একজন রিসিভ করেন এবং তিনি বলেন শাহ আলী মেম্বার তার পাশে নেই।
মানববন্ধনে মাথাভাঙা ভৈরব উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থী ও তার সহপাঠীরা উপস্থিত ছিলেন।
এবিষয়ে হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন বলেন, এব্যাপারে থানায় একটি অভিযোগ করেছে আমরা তা তদন্ত করছি এবং তদন্ত শেষে আমরা আইনগত ব্যবস্থা নিবো।
মন্তব্য করুন: