মাথা আমার কাজ করে না
ভাল্লাগে না কিছু,
দারুণ ক্ষিদে ঘুরছে সদা
আমার পিছু পিছু।
মাত্র দু'দিন আগেও আমি
খেয়েছি পেট ভরে,
কালকেও খেলাম একটা রুটি
সকাল দশটার পরে।
আজকেই আবার হচ্ছে শুরু
খাওয়ার লাগি বায়না,
অবশ হয়ে আসছে দেহ
পা যে চলতে চায় না।
বুঝাতে চাই কত্তো করে
নিতে একটু সয়ে,
অতো খাবার পাবো কোথায়
পথের শিশু হয়ে ?
আমার কিগো বাপ-মা আছে
চাইলেই খেতে দেবে ?
রাস্তার উপর থাকলে পড়ে
এসে খুঁজে নেবে ?
প্লাস্টিক বোতল কাগজ কুড়াই
পথে পথে হেটে,
সেসব বেচে তার পরে তো
দিতে হবে পেটে।
বুঝতে চায় না রাক্ষুসে পেট
চায় কেবলই খেতে,
বড়লোকের শিশুর মত
বসে মাদুর পেতে।
জন্ম নিতি ধনীর ঘরে
এলি কেন হেথা ?
ভাগ্য তোরে ঠকিয়েছে
সুখ পাবি তুই কোথা ?
মন্তব্য করুন: