বৃহঃস্পতিবার, ২৪শে এপ্রিল ২০২৫, ১১ই বৈশাখ ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তন্ময়সহ শেখ পরিবারের ৪ সদস্যের দেশত্যাগে নিষেধাজ্ঞা  
  • সাবেক ডিবি প্রধান হারুনের ফ্ল্যাট ও প্লট জব্দের আদেশ
  • ২৭ এপ্রিল ঢাকায় আসছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী
  • কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক
  • সরকারি কর্মচারীদের চাকরিচ্যুত করা যাবে তদন্ত ছাড়াই
  • ওয়ার্ড সচিব ঘুষ গ্রহণকালে হাতেনাতে গ্রেপ্তার
  • নির্বাচন কমিশন সংস্কারের দিকে তাকিয়ে থাকবে না
  • পোপের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিতে দোহা থেকে রোমে যাবেন প্রধান উপদেষ্টা
  • আইসিটির দুর্নীতি তদন্ত ও শ্বেতপত্র প্রণয়নে টাস্কফোর্স
  • তুরস্ক ও আমিরাত সফরে প্রধান বিচারপতি

কবিতা

আমিতো টোকাই 

আর আই রফিক

প্রকাশিত:
৩০ জানুয়ারী ২০২৪, ১১:৪৩

কাগজ কুড়িয়ে পেট চালাই।
আমিতো টোকাই।  
টোকাই ডাক শুনে খুব কষ্ট পাই। 
তোমাদের সমান হাত-পা আমারও।
তবু আমিতো টোকাই।  
 
শীতে তোমরা যখন লেপের নীচে ঘুমাও।
আমি না হয় ঘুমানোর জন্য বস্তার মধ্যে ঢুকে পড়ি।
দু'পা বুকে মিশিয়ে পড়ে থাকি।
আমিতো টোকাই। 
 
তোমাদের মা আছে, মশারি টানিয়ে দেয়।
আমার মা-ও নেই, মশারিও লাগে না।
মশার দল আমার মুখে বসে চুমু খায়।
ওরাই আমাকে মায়ের আদর দেয়।
আমিতো টোকাই। 
 
তোমরা মায়ের হাত ধরে হেটে যাও।
দোকানে দাঁড়িয়ে লেবেনচুষের আব্দার কর।
আমার আব্দার শোনার মত কেউ নেই।
তাই আমি লেবেনচুষের আব্দারও করি না।
আমিতো টোকাই। 
 
আগে তোমাদের দিকে তাকিয়ে দেখতাম।
আফসোস হতো,
আমারও যদি মা থাকতো।
এখন আমি সব বুঝে গেছি।
তোমাদের দিকে তাকালে শুধু কষ্টই মেলে।
মা কখনোই মেলে না।
তাই এখন আর তাকাই না।
আমিতো টোকাই।  
 
বৃষ্টির দিনে তোমরা মায়ের কাছে থাকো,
ভালো খাবার খাও।
কোন চিন্তা করতে হয় না।
বৃষ্টির দিনে আমার না হয় টেনশন বাড়ে। 
কাগজ কুড়ানোর সুযোগ থাকে না।
পেটে দেয়ারও কিছু জোটতে চায় না।
আমিতো টোকাই।  
 
রেস্তোরাঁয় কাজ খুঁজলেও কেউ দিতে চায় না।
আমি নাকি নোংরা।
আমার গায়ের কাপড় ময়লা।
আচ্ছা, কে আমার কাপড় ধুয়ে দেবে, বল ? 
আমার কি মা আছেগো ? 
কেউ এটা ভাবতেই চায় না।
আমিতো টোকাই। 
 
বৃষ্টির দিনে হোটেলে চলে যাই।  
যেখানে তোমরা ভাত, মাছ, মাংস কিনে খাও। 
পাশের ময়লা ফেলার জায়গায় খুঁজতে থাকি। 
তোমরা যেগুলো ফেলে দাও, আমি সেগুলো কুড়িয়ে খেয়ে নেই।
আমার অসুখ হয় না।
আমিতো টোকাই। 
 
সেখানে সমস্যা বাঁধায় কিছু কুকুর। 
খাবারগুলো ফেলতেই ওরা মুখে পুরে নেয়।
ছাড়াতে গেলে কামড়াতে আসে।
ওরাও আমাকে হিংসা করে।
তোমাদের মত ওরাও আমাকে মানুষ ভাবে না।
আমিতো টোকাই।
 
যাকগে, 
ওসব বলে লাভ নেই।  
আমিতো টোকাই, মানুষতো নই ! 
ভালো থেকো তোমরা মানুষেরা।
শুধু অনুরোধ,
আমার মত টোকাই আর জন্ম দিয়ো না।

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর