বৃহঃস্পতিবার, ২৪শে এপ্রিল ২০২৫, ১১ই বৈশাখ ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তন্ময়সহ শেখ পরিবারের ৪ সদস্যের দেশত্যাগে নিষেধাজ্ঞা  
  • সাবেক ডিবি প্রধান হারুনের ফ্ল্যাট ও প্লট জব্দের আদেশ
  • ২৭ এপ্রিল ঢাকায় আসছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী
  • কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক
  • সরকারি কর্মচারীদের চাকরিচ্যুত করা যাবে তদন্ত ছাড়াই
  • ওয়ার্ড সচিব ঘুষ গ্রহণকালে হাতেনাতে গ্রেপ্তার
  • নির্বাচন কমিশন সংস্কারের দিকে তাকিয়ে থাকবে না
  • পোপের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিতে দোহা থেকে রোমে যাবেন প্রধান উপদেষ্টা
  • আইসিটির দুর্নীতি তদন্ত ও শ্বেতপত্র প্রণয়নে টাস্কফোর্স
  • তুরস্ক ও আমিরাত সফরে প্রধান বিচারপতি

মনোহরদীতে ২ ইটভাটায় জরিমানা

স্টাফ রিপোর্টার

প্রকাশিত:
৩১ জানুয়ারী ২০২৪, ১০:৪৯

জেলার মনোহরদীতে দুইটি ইটভাটায় অভিযান পরিচালনা করে জরিমানা করেছেন পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত। এ সময় ইটভাটা দুইটির পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকায় ও পরিবেশ দূষণ করায় ৬ লাখ টাকা জরিমানা করা হয়েছে।


একই সঙ্গে ভাটাগুলোর ইট তৈরির স্থাপনা ভ্যাকু মেশিন দিয়ে ভেঙে ফেলা হয়।
মঙ্গলবার (৩০ জানুয়ারি) দুপুরে পরিবেশ অধিদপ্তরের মনিটরিং এনফোর্সমেন্ট উইং এর নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়জুন্নেছা আক্তারের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে মনোহরদীর বড়চাপা এলাকার নিউ ইমরান ব্রিকসের মালিককে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ও পরিবেশ দূষণের দায়ে নগদ ৩ লাখ টাকা ও একই এলাকার মেসার্স শামিম কনন্সট্রাকশনকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়। পরে তা তাৎক্ষণিক আদায় করা হয়। একইসঙ্গে দুইটি ইটভাটার কার্যক্রম বন্ধ করতে ভাটার বিভিন্ন স্থাপনা গুড়িয়ে দেওয়া হয়।

অভিযানে নরসিংদী পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক নাজমুল হুদা, সহকারী পরিচালক প্রশান্ত কুমার রায়, সহকারী পরিচালক মুনসুর মোল্লা, পরিদর্শক সমর কৃষ্ণ দাসসহ র‌্যাব, পুলিশ, ফায়ার সার্ভিসসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

নরসিংদী পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক নাজমুল হুদা জানান, ইটভাটাগুলোতে আমাদের নিয়মিত অভিযানের পরিপ্রেক্ষিতে আজকে অভিযান পরিচালনা করা হয়েছে। পরিবেশ ছাড়পত্র ও দূষণের দায়ে তাদের জরিমানা করা হয়। একইসঙ্গে ইটভাটা বন্ধ করে দেওয়া হয়েছে। এ বছর মনোহরদী উপজেলার মাধ্যমে অভিযান শুরু হয়েছে। ধীরে ধীরে বাকি উপজেলাগুলোতেও অভিযান পরিচালনা করা হবে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর