মঙ্গলবার, ২৬শে নভেম্বর ২০২৪, ১২ই অগ্রহায়ণ ১৪৩১ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ঢাকার যে ৫ এলাকায় আজ বেশি বায়ুদূষণ
  • সংঘর্ষে না জড়িয়ে শিক্ষার্থীদের শান্ত থাকার আহ্বান সরকারের
  • যাত্রাবাড়ী-ডেমরায় ৬ প্লাটুন বিজিবি মোতায়েন
  • ডিএমপি কমিশনারের সঙ্গে বৈঠকে অটোরিকশাচালকরা
  • ব্যাটারিচালিত রিকশা নিয়ে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আবেদন
  • ঢাকার ৫ এলাকার বাতাস আজ ‘ঝুঁকিপূর্ণ’
  • রাজধানীর বেশির ভাগ ফুটপাত দখলে, যানজটের পাশাপাশি বাড়ছে দুর্ঘটনা
  • সম্পদের হিসাব দিতে আরও ১ মাস পাবেন সরকারি কর্মচারীরা
  • শপথ নিলেন নতুন সিইসি ও ৪ নির্বাচন কমিশনার
  • বঞ্চিত কর্মকর্তাদের গ্রেড-১ দেওয়া হবে

৮ ফেব্রুয়ারি উৎসবের অপেক্ষায় ইবির সংবর্ত-৩৬

রবিউল আলম , ইবি

প্রকাশিত:
৩১ জানুয়ারী ২০২৪, ১৬:০৯

বিশ্ববিদ্যালয়ের শিক্ষা জীবনে প্রতিটি শিক্ষাবর্ষের একটা স্বতন্ত্র নামে পরিচয় বহন করে থাকেন শিক্ষার্থীরা। ‘হোক ঝংকার, তারপর হবো ইতিহাস’ শ্লোগানকে সামনে রেখে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ৩৬ তম ব্যাচের (সংবর্ত-৩৬) বর্ষপূর্তি উপলক্ষে ৮ ফেব্রুয়ারি পালিত হতে যাচ্ছে দিনব্যাপী ব্যাচ-ডে উৎসব।

ইতোমধ্যে ব্যবস্থাপনা ও বাস্তবায়ন সহ অংশগ্রহণমূলক আয়োজন করতে ৩২ জন সদস্যের পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। ইবি ছাত্র উপদেষ্টা এবং প্রক্টরের লিখিত অনুমোদনক্রমে প্রস্তুতি চলছে বলে জানান আয়োজক কমিটির কনভেনর মারুফ হাসান।

সংবর্ত ৩৬ এর এক বছর পূর্তি উপলক্ষ্যে ব্যাচ-ডে আয়োজক কমিটির সদস্যরা হলেন, আহ্বায়ক মাহমুদুল হাসান মাফি, ইজাজ আসিফ, মাইনুল ইসলাম জয়, নুসরাত ঐশী, তাসরিফ রোহান, সালমান আজিজ, আসিফ হাসান লিখন, কনভেনর মারুফ হাসান, কো-কনভেনর জান্নাত মীম, ট্রেজারার কাজী নিশাত তাসনিম নেহা।

এছাড়াও পর্যবেক্ষক হিসেবে থাকছেন, আকাশ সিকদার, জুবায়ের অভি, মুন্না ইসলাম, মাহিদ আলী, সাগর মাহমুদ, সামিউর ইসলাম, আহনাফ তাহসিন ফুয়াদ, সেজান, ইজাজ আহমেদ, সাদ, শেখ রুম্মান, নিয়ামুল হাসান মনন, হাম্মাদ উদ্দিন সাদি, ইয়াস রোহান, ইমন, রাজ, ইমরান, উৎসব চৌধুরী প্রান্ত, ওয়াসিফ আল আবরার, মীম জাহান খুশি, চন্দ্রা বিশ্বাস, নুসরাত জান্নাত।

সারাদিন-ব্যাপী প্রোগ্রামে যা যা থাকছে: কেক কাটা সহ ব্যাচের নামের উদ্বোধন, প্রত্যেকের জন্যে একটি টিশার্ট, কালার ফেস্ট, ৮টি ফ্যাকাল্টি বেজড স্ট্রিট আর্ট, ব্যাচের একটি গ্রাফিতি, মুক্তলিখন, ক্যারিকেচার, সাংস্কৃতিক অনুষ্ঠান (গান,নাচ,কবিতা পাঠ), ব্যান্ড শো, রাইফেল ড্র এবং ফানুস উড়ানোর মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হবে।

এবিষয়ে বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মাহমুদুল হাসান মাফি জানান, আগামী ৮ ই ফেব্রুয়ারি সকাল ৯ টায় কেক কাটার মাধ্যমে অনুষ্ঠানের শুভ উদ্বোধন এবং সন্ধ্যা ৬ টায় সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হবে। ৩২ জনের আয়োজক কমিটি এবং ২৫ জন ভলান্টিয়ার দ্বারা অনুষ্ঠান বাস্তবায়ন করা হবে। অবশ্যই একটা অনুষ্ঠান আয়োজন করা চ্যালেঞ্জের, একটি প্রোগ্রামের আয়োজন করতে হলে নানা ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়, আমাদের আপাতত চ্যালেঞ্জ হলো প্রোগ্রাম সুষ্ঠ এবং সুন্দর ভাবে শেষ করা।


প্রোগ্রাম বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহাদৎ হোসেন আজাদ বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখা এবং উচ্চ শব্দে সাউন্ড বক্স না বাজানোর শর্তে, ছাত্র-উপেদেষ্টা মহোদয়ের সুপারিশক্রমে ব্যাচ ডে পালনের অনুমতি দেওয়া হয়েছে। যেকোন অনাকাঙ্ক্ষিত ঘটনা রোধে আয়োজকেরা সচেষ্ট থাকবে বলে জানিয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডিও আইন শৃঙ্খলা বজায় রাখতে সচেষ্ট থাকবে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর