প্রকাশিত:
১ ফেব্রুয়ারী ২০২৪, ১৩:০৬
ফেব্রুয়ারি?
এটা তো যুক্তরাষ্ট্রের অন্ধকার ইতিহাস,
কেন স্মরণাতীত হবে ভালোবাসার মাস?
৪ ফেব্রুয়ারি?
এই তো শ্রীলঙ্কার স্বাধীনতা দিবস জানি,
কেন বলব বাড়িয়ে দিতে অনুরাগী পাণি?
১২ ফেব্রুয়ারি?
আব্রাহাম লিংকনের জন্মদিন স্মরণে কে রাখে?
১৪ তারিখ না রাখলেও মোরে, উঁকি দিই ফাঁকে।
২৪ ফেব্রুয়ারি?
এই তো মেক্সিকোর পতাকা দিবসের দিন,
তবুও কেন ভুলে যাব ১৪ তারিখের ঋণ?
২১ ফেব্রুয়ারি?
রাখে মনে সবাই আন্তর্জাতিক মাতৃভাষার স্বীকৃতি,
দূরত্ব উপেক্ষা করে ১৪ তারিখ রাখো মোর প্রতিকৃতি।
ফেব্রুয়ারি?
ওহ বিশ্ব পরিণয় দিবস যদি পড়ে মনে,
শুধু ১৪ নয় বরং আছো তুমি প্রতিক্ষণে।
১৪ ফেব্রুয়ারি?
ভুলে গেছো কি সুন্দরবন দিবসের কথা?
সেদিন তো জ্বলে ওঠে জমানো যত ব্যথা।
মন্তব্য করুন: