প্রকাশিত:
১ ফেব্রুয়ারী ২০২৪, ১৭:২৪
নরসিংদীতে কাজ করা এনজিও পাপঁড়ি "অর্গানাইজিং ডাইভারসিফাইড এন্ড হলিস্টিক ইনিশিয়েটিভস অন নলেজ একিউজিশন ফর রিমোটেস্ট চর এরিয়া চিলড্রেন(অধিকার)" প্রকল্পের অগ্রগতি ও সমাপনী বিষয়ক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ (১ ফেব্রুয়ারি) বৃহস্পতিবার দুপুরে রায়পুরা উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা হয়।
সভায় চাঁনপুর ইউপি চেয়ারম্যান মোমেন সরকারের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা রোজলিন শহিদ চৌধুরী, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা গোলাম রহমান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জাকির হোসেন মোল্লা প্রমূখ। এছাড়াও পাপঁড়ি অধিকার প্রকল্পের ফোকাল পারসন জাকিউল আলম ভূইয়ার সঞ্চালনায় পরিচিতি পর্বের বর্ননা করেন, প্রকল্প উপস্থাপনা করেন সহকারী প্রকল্প সমন্বয়কারী মো: নাজিম উদ্দিন, স্হিরচিএ ধারন করেন স্যাোসাল মবিলাইজার মো নজরুল ইসলাম ও সার্বিক ব্যবস্হাপনায় ছিলেন প্রকল্প হিসাবরক্ষণ ফখরুল ইসলাম, শফিক সরকার এবং চানপুর ইউনিয়নের বিভিন্ন গণ্যমান্য ব্যাক্তিবর্গ।
সভায় এই পোগ্রামের মাধ্যমে চর অঞ্চলের অবহেলিত দরিদ্র অসহায় শিশু শিক্ষার্থীদের কল্যাণে কাজ করে যাওয়ার বিভিন্ন দিখ তুলে ধরেন।
মন্তব্য করুন: