প্রকাশিত:
৪ ফেব্রুয়ারী ২০২৪, ১৬:৪৬
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের প্রতিবাদ জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী।
রোববার (৪ ফেব্রুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে মানববন্ধন কর্মসূচি শেষে শিক্ষার্থীরা উপাচার্যের বাসভবন পর্যন্ত বিক্ষোভ মিছিল করেন।
মানববন্ধনে দর্শন বিভাগের শিক্ষার্থী অদিতি ইসলাম বলেন, আমরা এই ন্যক্কারজনক ঘটনার নিন্দা জানাই। এরকম ঘটনা যাতে কোথাও আর না হয়, সে বিষয়ে আমাদের সতর্ক থাকতে হবে।
বাংলা বিভাগের শিক্ষার্থী মোসাদ্দেক আলি বলেন, পাকিস্তানিরা আমাদের মা-বোনদের ওপর যে নির্যাতন চালিয়েছিল, শনিবার(৩ ফেব্রুয়ারি) তার প্রতিচ্ছবি দেখলাম। একটি স্বাধীন দেশের বিশ্ববিদ্যালয়ের চিত্র এমন হতে পারে না।
তিনি বলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একজন হল প্রাধ্যক্ষ ধর্ষক মুস্তাফিজকে পালিয়ে যেতে সাহায্য করেছিলেন। ভিক্টিম যখন আশুলিয়া থানায় গিয়েছেন তখন তাদের সাভার থানায় পাঠিয়ে ভোগান্তিতে ফেলা হয়েছে।
শিক্ষার্থী জোবায়েদ হোসেন বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানে ধর্ষণের মতো কর্মকাণ্ড কোনোভাবেই কাম্য নয়। এর আগে সিলেটে এমসি কলেজে এরকম ন্যক্কারজনক ঘটনা ঘটেছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে হওয়া এই ধর্ষণের তীব্র নিন্দা জানায়।
মন্তব্য করুন: