প্রকাশিত:
৭ ফেব্রুয়ারী ২০২৪, ১৮:৫৯
বুধবার (৭ফেব্রুয়ারি) বগুড়া জেলার শেরপুর উপজেলার এস আর কেমিকেল ইন্ডাস্ট্রিজ পরিদর্শনে প্রশাসন ৷ এ সময় পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক, সহকারী কমিশনার ভূমি, সহকারী পরিচালক, কল কারখানা অধিদপ্তরের উপপরিচালক, পরিদর্শক, ওসি শেরপুর থানা, ডিএডি RAB ১২ ও কেমিকেল এক্সপার্টগণ উপস্থিত ছিলেন।
পরিবেশ অধিদপ্তর কর্তৃক এর আগে করা দশ লক্ষ টাকা জরিমানার আপিল পরবর্তী নির্দেশনা সঠিকভাবে প্রতিপালন করার নির্দেশনা এ সময় দেয়া হয়। একই সাথে আরো কিছু ত্রুটি পাওয়ার কারণে আরো এক লক্ষ টাকা জরিমানা করা হয়। এ ছাড়া ওয়েস্ট ম্যানেজমেন্ট, স্লাজ ম্যানেজমেন্ট, ইটিপি, ফায়ার সেফটি, ইত্যাদি বিষয়ে নির্দেশনা দেয়া হয়। এ তদারকি অব্যাহত থাকবে। করতোয়া বা কোন নদীতে বর্জ ফেলার ব্যাপারেও প্রমাণ সংগ্রহের কাজ চলছে বলেও জানান।
মন্তব্য করুন: