প্রকাশিত:
৮ ফেব্রুয়ারী ২০২৪, ১৮:১৩
লক্ষ্মীপুরের রায়পুরে শরিফুল মতিন পলাশ (৩৩) নামে এক বডি বিল্ডারের মৃত্যুর ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (৮ই ফেব্রুয়ারী) সকাল সাড়ে সাতটা নাগাদ অসুস্থ অবস্থায় রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক ডাক্তার শোয়েব হোসেন। প্রাথমিকভাবে ধারণা, ব্রেইন স্টোক জনিত কারণে ঘটেছে পলাশের মৃত্যু।
জানা যায়, মৃত শরিফুল মতিন পলাশ উপজেলার দেনায়েতপুর গ্রামের আবদুল মতিনের ছেলে। নিজ এলাকা ও বিভিন্ন মহলে তিনি একজন বডি বিল্ডার হিসেবে ছিলেন পরিচিত। ঔষধ সামগ্রী বিক্রির কাজও করতেন তিনি।
চিকিৎসক শোয়েব হোসেন বলেন, সকাল সাতটার কিছু পরে একটি ব্যাটারী চালিত অটোরিকশায় করে তাকে নিয়ে আসা হয়। তার বাড়ির পাশের একজন সঙ্গে ছিলেন। স্বাস্থ্য কমপ্লেক্সে আনার আগেই তার মৃত্যু হয়েছে।
শরিফুলের গ্রামের বাড়িতে খোঁজ নিয়ে জানা যায়, শরীর চর্চা করলেও সার্জিক্যাল ও ঔষধ সামগ্রী বিক্রিই ছিলো তার প্রধান পেশা। শারীরিক তেমন কোনো অসুস্থতা ছিলো না। পরিবারের দাবি, গতকালও (বুধবার) ছিলেন দিব্যি হাসিখুশি। তার মৃত্যুর ঘটনায় পরিবার ও পরিচিত মহলে বইছে শোকের মাতম।
মন্তব্য করুন: