বৃহঃস্পতিবার, ২৪শে এপ্রিল ২০২৫, ১১ই বৈশাখ ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তন্ময়সহ শেখ পরিবারের ৪ সদস্যের দেশত্যাগে নিষেধাজ্ঞা  
  • সাবেক ডিবি প্রধান হারুনের ফ্ল্যাট ও প্লট জব্দের আদেশ
  • ২৭ এপ্রিল ঢাকায় আসছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী
  • কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক
  • সরকারি কর্মচারীদের চাকরিচ্যুত করা যাবে তদন্ত ছাড়াই
  • ওয়ার্ড সচিব ঘুষ গ্রহণকালে হাতেনাতে গ্রেপ্তার
  • নির্বাচন কমিশন সংস্কারের দিকে তাকিয়ে থাকবে না
  • পোপের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিতে দোহা থেকে রোমে যাবেন প্রধান উপদেষ্টা
  • আইসিটির দুর্নীতি তদন্ত ও শ্বেতপত্র প্রণয়নে টাস্কফোর্স
  • তুরস্ক ও আমিরাত সফরে প্রধান বিচারপতি

শেরপুর উপজেলা প্রাইভেট মাদ্রাসা

দাখিল পরিক্ষার্থীদের বিদায় ও দোয়ার অনুষ্ঠান

আতাউর রহমান, শেরপুর (বগুড়া)

প্রকাশিত:
৮ ফেব্রুয়ারী ২০২৪, ১৮:১৮

বৃহস্পতিবার (৮ফেব্রুয়ারি) বগুড়ার শেরপুরের সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান শেরপুর উপজেলা প্রাইভেট মাদ্রাসার অধ্যক্ষ, মো: নজরুল ইসলামের সভাপতিত্বে ২০২৪ সালের দাখিল পরিক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো: নজরুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা অফিসার, শেরপুর বগুড়া। প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন মো:আব্দুল হাই বারী, অধ্যক্ষ,উলিপুর আমেরিয়া সমতুল্য মহিলা ফাযিল মাদ্রাসা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আহমাদ আলী, সাবেক অধ্যক্ষ,শেরপুর শহীদিয়া কামিল মাদ্রাসা। আব্দুল ওয়াহেদ বাবলু,সুপার, বেগম শাহজাহান তালুকদার দাখিল মাদ্রাসা।

আতাউর রহমান আতিক এর সঞ্চালনায়, বিদায় শিক্ষার্থীদের মধ্যে দোয়া চেয়ে বক্তব্য রাখেন মো: মুশফিকুর রহমান, মনিরা আক্তার এবং আয়েশা আক্তার। বিদায়ী পরীক্ষার্থীর উদ্দেশ্য ইংরেজিতে বক্তব্য রাখেন সুহাইবা জান্নাত এবং আব্দুর রহমান রিফাত।


অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ নজরুল ইসলাম আবেক ঘন কন্ঠে শিক্ষার্থীদের উদ্দেশ্য বলেন বিদায় মানে যেন বিচ্ছেদের এক কবিতা, যে কবিতা হৃদয়কে দুঃখ ভারাক্রান্ত করে, দু চোখ হয় অশ্রু সজল। আজ তোমাদের বিদায় বেলা। বিদায় অনুষ্ঠান। এই বিদায় কেবল ক্ষণিকের আজীবনের জন্য নয়। হৃদয়ের স্মৃতিপটে তোমরা আমাদের হৃদয় থেকে যাবে। এই বিদায় আরো সামনের দিকে এগিয়ে যাওয়া, নিজের অমৃত সম্ভাবনা মিলে ধরায়, নিজের যোগ্যতা, মেধা ও পরিশ্রম নিয়ে নিজের জীবন গড়ার পদক্ষেপ। এই বিদায় নেয়াটাও যোগ্যতার। দীর্ঘ সময় ধরে পরিশ্রম করে, পড়াশোনা করে তোমরা এক একটা ধাপ উত্তীর্ণ হয়ে আজ বিদায়ের লক্ষ্যে উপস্থিত হয়েছো আরো সামনের দিকে এগিয়ে যাবার জন্য।

মাদ্রাসার প্রতিটি মুহূর্তে তোমাদের স্পর্শ লেগে আছে, এই বিদায়ের প্রাঙ্গনে তোমরা ভরিয়ে রেখেছো তোমাদের সরব উপস্থিতির মাধ্যমে, ভালো পড়াশোনার পাশাপাশি বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে মাদ্রাসা বিজয় এবং আর্দশ ও নৈতিক শিক্ষার মাধ্যমে এই মাদ্রাসাকে তোমরা গর্বিত করেছ, সম্মানিত করেছ আমাদের সকলকে।

মাদ্রাসার অঙ্গন থেকে তোমাদের স্মৃতি কখনো মুছে যাবে না। এই জীবনের খেলাঘরে এই বিদায় যতটা দুঃখের ঠিক ততটাই আনন্দের কারণ জীবনের অমৃত সম্ভাবনা দেখে তোমরা এগিয়ে যাবে, মুঠো মুঠো কুড়িয়ে নেবে জীবনের সাফল্য সুধা।জীবনের নানা অভিজ্ঞতা তোমাদের জীবনকে বৈচিত্র্যময় করবে। তাই বলি এগিয়ে যেতে হলে মাঝে মাঝে ছেড়ে যেতে হয়, কাটাতে হয় মায়ার ইন্দ্রজাল।
তাই হযরত আলী রাঃ একটা বিখ্যাত উক্তি সবসময় মনে রাখবে, জীবন হোক কর্মময়, নিরন্তর ছুটে চলা, ঘুমানোর জন্য কবর পরেই রয়েছে। তোমাদের জীবনকে এমন ভাবে তোমরা সাজাবে যেন তোমাদের প্রতিটি আনন্দ তোমরাও উপভোগ করতে পারো। আলসেমি করে কেউ কখনো বড় কিছু হতে পারেনি।

যারা নিজের কম্ফর্টজন ভেঙে পরিশ্রম করেছে তারাই স্পর্শ করেছে সাফল্য চোড়া। তারাই অর্জন করেছে সম্মান ও খ্যাতি। কখনো বলবে না আমার তো মেধা নেই, আমি তো ব্রিলিয়ান্ট নই, মেধার চেয়েও গুরুত্বপূর্ণ হচ্ছে পরিশ্রম।তুমি যত জানবে, যত পড়বে, যত অভিজ্ঞতা অর্জন করবে তোমার এগিয়ে চাওয়া কেউ রোধ করতে পারবে না। বিগত কয়েক বছর ধরে তোমাদেরকে আমাদের আন্তরিক ও ভালোবাসা অর্পণ করেছি। প্রয়োজনে কঠোর আচরণ করেছি যাতে তোমরা নিজেদের পড়াশোনা নিয়ে সিরিয়াস হও। যেন পরীক্ষায় ভালো সফল অর্জন করতে পারো। এই মাদ্রাসার প্রাঙ্গণ তোমাদের কখনোই ভুলবে না। আকাশে উজ্জ্বল নক্ষত্রের মতো, বাগানে ফুটে থাকা ফুলের সৌন্দর্যের মতো আমরা আমাদের হৃদয়ের তোমাদের আজীবন রেখে দিব তোমরা আমাদের হৃদয়ে অমলিন হয়ে থাকবো।। তোমাদের এই বিদায় শুভ হোক।

অনুষ্ঠান শেষে দোয়া পরিচালনা করেন মো: হেদায়াতুল্লাহ,খতিব,শেরপুর উপজেলা মডেল মসজিদ।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর