মঙ্গলবার, ২৬শে নভেম্বর ২০২৪, ১২ই অগ্রহায়ণ ১৪৩১ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বুড়িচংয়ে ট্রেনের ধাক্কায় অটোরিকশার ৫ যাত্রী নিহত
  • নিম্নচাপে উত্তাল সাগর, ৪ সমুদ্রবন্দরে সতর্কসংকেত
  • ঢাকার যে ৫ এলাকায় আজ বেশি বায়ুদূষণ
  • সংঘর্ষে না জড়িয়ে শিক্ষার্থীদের শান্ত থাকার আহ্বান সরকারের
  • যাত্রাবাড়ী-ডেমরায় ৬ প্লাটুন বিজিবি মোতায়েন
  • ডিএমপি কমিশনারের সঙ্গে বৈঠকে অটোরিকশাচালকরা
  • ব্যাটারিচালিত রিকশা নিয়ে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আবেদন
  • ঢাকার ৫ এলাকার বাতাস আজ ‘ঝুঁকিপূর্ণ’
  • রাজধানীর বেশির ভাগ ফুটপাত দখলে, যানজটের পাশাপাশি বাড়ছে দুর্ঘটনা
  • সম্পদের হিসাব দিতে আরও ১ মাস পাবেন সরকারি কর্মচারীরা

কুপিয়ে হত্যার পর বাড়ির সামনে ফেলে গেল লাশ

ডেস্ক রির্পোট

প্রকাশিত:
১০ ফেব্রুয়ারী ২০২৪, ১০:৫৩

নারায়ণগঞ্জের ফতুল্লায় মাদক ব্যবসার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রকাশ্যে কুপিয়ে এক যুবককে হত্যা করা হয়েছে। আরেকজনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেলে ভর্তি করেছে স্বজনরা।

৯ ফেব্রুয়ারি শুক্রবার রাত সোয়া ১১টার দিকে চাষাড়া বালুর মাঠ এলাকা থেকে ধরে নিয়ে মাসদাইরখানকার মোড় এলাকায় কুপিয়ে হত্যা করা হয় আল আমিন ওরফে দানিয়ালকে (২৮) 

নিহত দানিয়াল মাসদাইর খানকার মোড় এলাকার মৃত দেলু মিয়ার ছেলে। আহত শুভ (২৭) একই এলাকার শাহ জালালের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, গত বছরের ১৫ জুন রাতে মাসদাইর বাড়ৈভোগ বাজারে মাদক ব্যবসার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দানিয়াল ও তার লোকজন তাদের প্রতিপক্ষের রমু বাহিনীর রমুর নাতি অনিককে (২৮) কুপিয়ে গুরুতর জখম করেন। তখন এ ঘটনায় দানিয়াল ও তার লোকজনের বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় অনিকের পরিবার মামলা দায়ের করেন। এ ঘটনার জের ধরেই দানিয়াল ও শুভকে শুক্রবার রাতে চাষাঢ়ায় আটক করে রমু বাহিনী। সেখানে প্রথমে তাদের দুজনকে মারধর করে মাসদাইর খানকার মোড় এলাকায় নিয়ে যায়।

এরপর প্রকাশ্যে দুজনকে কুপিয়ে জখম করে। তারপর মৃত ভেবে দুজনের নিথর দেহ তাদের বাড়ির সামনে ফেলে যায়। তখন পরিবারের লোকজন দুজনকে হাসপাতালে নিয়ে গেলে দানিয়ালকে মৃত ঘোষণা করেন আর শুভকে ঢাকা মেডিকেলে নেয়ার পরামর্শ দেন চিকিৎসক।

নিহতের স্ত্রী রাত্রি আক্তার জানান, দুই বছর আগে তার সঙ্গে দানিয়ালের বিয়ে হয়। গতকাল রাত ১০টার দিকে দানিয়াল তার বন্ধু শুভকে নিয়ে চাষাঢ়া ঘুরতে যায়। সেখানেই এই ঘটনা ঘটে।

ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) তাসলিম আহমেদ জানান, ধারণা করা হচ্ছে, পূর্ব বিরোধের জের ধরে রমু বাহিনী এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটিয়েছে। যারা এ ঘটনায় জড়িত তাদের সনাক্ত করে গ্রেফতারের চেষ্টা চলছে।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর