প্রকাশিত:
১০ ফেব্রুয়ারী ২০২৪, ১৭:২৪
৩৯;বঙ্গবন্ধুর স্বপ্ন পুরণ,বিনামূল্যে আইনিসেবার দ্বার উন্মোচন্#৩৯; শ্লোগানে নেত্রকোণায় জনগণের আইনগত অধিকার সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জেলার বিভিন্ন এলাকায় নিয়মিতভাবে প্রাতিষ্ঠানিক গণশুনানী করছেন নেত্রকোণা জেলা লিগ্যাল এইড কার্যালয়।
বৃহস্পতিবার সকাল ১০ টা থেকে দেড়টা পর্যন্ত জেলার কলমাকান্দা উপজেলার বড়খাপন সরকারি প্রাথমিক বিদ্যালয় হলরুমে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো: শফিকুল ইসলামের সভাপতিত্বে ও বড়খাপন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুশফিকুর রহমানের সঞ্চালনায় প্রাতিষ্ঠানিক গণশুনানি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আইনি সহায়তা বঞ্চিত মানুষদের বিভিন্ন সমস্যা শোনেন এবং কিভাবে সরকারি খরচে স্বল্প সময়ে জেলা লিগ্যাল এইড এর মাধ্যমে সমাধান পাওয়া যায় সে বিষয়ে গুরুত্বপূর্ণ পরামর্শ দেন নেত্রকোণা লিগ্যাল এইড কার্যালয়ের অফিসার ও সিনিয়র সহকারী জজ বেগম নওরিন মাহবুবা।
এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সহকারী জজ শফিউল আলম।
অনুষ্ঠানে আইনিসেবা বঞ্চিত মানুষদের পাশাপাশি বক্তব্য রাখেন সাবেক চেয়ারম্যান হাদিসুজ্জামান হাদিস, সাবেক চেয়ারম্যান পরিমল তালুকদার, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জহিরুল হক।বক্তারা বলেন স্বাধীনতার পর আমরা প্রথম দেখলাম সরকারি খরচে আইনি সেবা মানুষের দোরগোড়ায় পৌছে দিতে একজন বিচারক প্রত্যন্ত এই অঞ্চলে এসে সাধারণ মানুষদের সমস্যা সরাসরি শুনেন এবং সমাধানের ব্যবস্থা করেন। অনুষ্ঠানটি প্রাণবন্ত করতে বিদ্যালয়ের শিক্ষার্থীরা স্থানীয় ধামাই গান পরিবেশন করেন।একই দিন দুপুর ২ টা হতে সাড়ে তিনটা পর্যন্ত একই ইউনিয়নের উদয়পুর মিতালী উচ্চ বিদ্যালয় হলরুমে প্রায় ৪ শতাধিক শিক্ষার্থীদের মাঝে ইভটিজিং ও বাল্যবিবাহের ক্ষতিকর প্রভাব ও এর প্রতিরোধ বিষয়ক গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক পরামর্শ দেন নেত্রকোণা লিগ্যাল এইড কার্যালয়ের অফিসার ও সিনিয়র সহকারী জজ বেগম নওরিন মাহবুবা।
এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সহকারী জজ শফিউল আলম, বড়খাপন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো: শফিকুল ইসলাম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান সহ শিক্ষক মন্ডলী ও ম্যানেজিং কমিটির সভাপতি ও সদস্যগণ।
মন্তব্য করুন: