প্রকাশিত:
১১ ফেব্রুয়ারী ২০২৪, ১১:৫০
বরিশালের বাবুগঞ্জ উপজেলায় বাসচাপায় ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজির (আইএইচটি) এক শিক্ষার্থী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও একজন।
শনিবার (১০ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে বরিশাল-ঢাকা মহাসড়কের রহমতপুর ব্রিজের পাশে এ দুর্ঘটনা ঘটে।
নিহত তাজনিম রহমান খান শ্রাবন (২০) গাজীপুরের ধনুয়া এলাকার ৫৭০ নম্বর বাসার বাসিন্দা সাইদুর রহমান খানের ছেলে। তিনি বাবুগঞ্জের মাধপাশা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মোহনগঞ্জ বাজার সংলগ্ন নানা বাড়ি থেকে বরিশাল আইএইচটিতে পড়াশোনা করতেন।
আহত কলেজছাত্র মো. মারুফ (২০) একই ইউনিয়নের পাংশা চাপরাশি বাড়ির বাসিন্দা মোতালেব হোসেনের ছেলে। তাকে গুরুতর আহত অবস্থায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মারুফ বাবুগঞ্জ ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র।
বাবুগঞ্জ ফায়ার সার্ভিসের ফায়ারম্যান মো. শামীম হোসাইন জানান, ঢাকা থেকে ইলিশ পরিবহনের একটি বাস যাত্রী নিয়ে পটুয়াখালীর উদ্দেশে যাচ্ছিল। শ্রাবন ও মারুফ মোটরসাইকেলে রহমতপুর ব্রিজ থেকে এয়ারপোর্টের দিকে যাচ্ছিলেন। পথে ব্রিজের পাশে বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে শ্রাবনের মৃত্যু হয়। গুরুতর আহত মারুফকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হওয়ার পর মোটরসাইকেলে আগুন ধরে যায়। তারা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
শামীম হোসাইন বলেন, তারা গিয়ে বাসের চালকসহ কোনো যাত্রী পাননি। পরে মরদেহ ও বাস পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
বরিশাল মহানগর পুলিশের এয়ারপোর্ট থানার পরিদর্শক (তদন্ত) লোকমান হোসেন বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বাসটি জব্দ করা হয়েছে। এ বিষয়ে আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন।
মন্তব্য করুন: