প্রকাশিত:
১১ ফেব্রুয়ারী ২০২৪, ১৬:৪৫
লক্ষ্মীপুরের রায়পুরে চরবংশী জয়নালীয়া উচ্চ বিদ্যালয়ে ২০২৪ শিক্ষাবর্ষের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১১ই ফেব্রুয়ারী) বেলা সাড়ে ১১ টা নাগাদ বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয়।
এতে বিদ্যালয়ের সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান মাস্টার আলতাফ হোসেন হাওলাদার সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও লক্ষ্মীপুর দুই আসনের সাংসদ সদস্য এড. নুরুদ্দিন চৌধুরী নয়ন এমপি।
প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক হারুনুর রশিদ এর সঞ্চালন
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা, নাজমা বিনতে আমিন। অফিসার ইনচার্জ (ওসি) ইয়াছিন ফারুক মজুমদার। ভাইস চেয়ারম্যান এড. মারুফ বিন জাকারিয়া। হাজীমারা পুলিশ ফাঁড়ি পরিদর্শক আবুল কালাম আজাদ। ২নং উত্তর চর বংশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল হোসেন হাওলাদার।
এ সময় সাংসদ নয়ন বলেন, দেশের সাথে তাল মিলিয়ে জয়নালীয়া উচ্চ বিদ্যালয়ও আজ স্মার্ট হয়ে উঠেছে। যার কৃতিত্ব একমাত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনার।
বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির শিক্ষক,শিক্ষার্থী ও অভিভাবকসহ বিভিন্ন পর্যায়ের অতিথিরা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন: