মঙ্গলবার, ২৫শে ফেব্রুয়ারি ২০২৫, ১৩ই ফাল্গুন ১৪৩১ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • আইনশৃঙ্খলা বাহিনীর কার্যক্রম সন্ধ্যার পর থেকেই টের পাবেন
  • কক্সবাজার বিমানঘাঁটিতে হামলা নিয়ে যা জানাল আইএসপিআর
  • সন্ধ্যা থেকে সারা দেশে গুরুত্বপূর্ণ স্থানে যৌথবাহিনীর প্যাট্রলিং
  • বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েসহ ৪ মহাসড়ক ও আট সেতুর নাম পরিবর্তন
  • তাপমাত্রা নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস
  • রমজানে অফিস ৯টা থেকে সাড়ে ৩টা
  • ছিনতাইরোধে মাঠে নামবে পুলিশের ৩ বিশেষায়িত ইউনিট
  • বিপ্লবোত্তর পরিস্থিতিতে শাসন কাজ পরিচালনা সহজ নয়
  • পদত্যাগের আলটিমেটাম নিয়ে যা বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা
  • নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকার ২ ডেডলাইন দিয়েছে

মাভাবিপ্রবির বাঁধনের নেতৃত্বে সাকিব-সেতু

বিজয় সরকার ,মাভাবিপ্রবি

প্রকাশিত:
১২ ফেব্রুয়ারী ২০২৪, ১৬:০৪

স্বেচ্ছায় রক্তদাতাদের সংগঠন ‘বাঁধন’ মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নতুন কার্যকরী কমিটি গঠিত হয়েছে। নতুন কমিটিতে সভাপতি পদে বিজিই বিভাগের শিক্ষার্থী মেহেদী হাসান (সাকিব) ও সাধারণ সম্পাদক পদে একই বিভাগের শিক্ষার্থী হাবিবা ইসলাম সেতু নির্বাচিত হয়েছেন।

সোমবার (১২ ফেব্রুয়ারি) এই কমিটি গঠিত হয়।


কার্যকরী পরিষদে কেন্দ্রীয় পর্যবেক্ষকের দায়িত্ব পেয়েছেন তাপস কুমার রায় (ফার্মেসি)। এ কমিটির সহসভাপতি পদে জাকিউল ইসলাম জাকি (বিজিই), মরিয়ম আক্তার সায়মা (পরিসংখ্যান) নির্বাচিত হয়েছেন।


সহ-সাধারণ সম্পাদক পদে আকাশ ইসলাম (অর্থনীতি), সাংগঠনিক সম্পাদক পদে ফয়সাল আহমেদ (এফটিএনএস), সহ-সাংগঠনিক সম্পাদক পদে উমামা আশরাফ ভাবনা (বিজিই), কোষাধ্যক্ষ পদে শারমিন সুলতানা তম্বী (বিজিই), দফতর সম্পাদক পদে রাহুল চন্দ (পরিসংখ্যান), প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে মো. কামাল মিয়া (অর্থনীতি), শিক্ষা ও তথ্য বিষয়ক সম্পাদক পদে মাছুমা কানিজ ইতু (বিজিই) নির্বাচিত হয়েছেন।


নির্বাহী সদস্য পদে মো. সুজায়েত হোসেন (এফটিএনএস), মহিম খান (পরিসংখ্যান), পপি রানী মাহাতো (বিজিই), সাদিয়া সুলতানা তমা (ফার্মেসি), মো. সজিব আল মামুকে (অর্থনীতি)
মনোনীত করা হয়েছে।


নতুন দায়িত্ব পেয়ে সংগঠনটির সভাপতি বিজিই বিভাগের শিক্ষার্থী মেহেদী হাসান বলেন, সবার সংশ্লিষ্টতায় এগিয়ে যাক বাঁধন, রক্তদান পুণ্যে ধন্য হই, বেঁচে থাকুক ভালোবাসাগুলো। আমার ওপর অর্পিত দায়িত্ব বিশ্বস্ততার সঙ্গে পালনের চেষ্টা থাকবে। আমরা বাঁধন মানুষের পাশে আছি, ভবিষ্যতেও থাকব।


নতুন সাধারণ সম্পাদক হাবিবা ইসলাম সেতু বলেন, বিনামূল্যে রক্তদানের কার্যক্রম পরিচালনাকারী একটি স্বেচ্ছাসেবী সংগঠন বাঁধন। যার একটি অংশ হিসেবে কাজ করছে মাভাবিপ্রবি ইউনিট। আমি আশা করি, ২০২৪ সালের কার্যকরী পরিষদে যারা দায়িত্বে আসছেন, সবাই নিজেদের সর্বোচ্চ দিয়ে দায়িত্ব পালন করবেন। যে মহৎ লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে এই মহান সংগঠনের অগ্রযাত্রা, সেই শুভযাত্রাকে ত্বরান্বিত করতে আমরা অঙ্গীকারবদ্ধ।


প্রসঙ্গত, আগামী ১ বছর দায়িত্ব পালন করবেন ‘বাঁধন’ এর নতুন কমিটি।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর