প্রকাশিত:
১৪ ফেব্রুয়ারী ২০২৪, ১৩:১১
গত ৮ ফেব্রুয়ারী ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ৩৬তম ব্যাচের (২০২১-২২) শিক্ষার্থীদের ব্যাচ ডে অনুষ্ঠানে সংগঠিত মৃত্যুঞ্জয়ী মুজিব ম্যুরালের মর্যাদাহানি এবং ব্যাচ ডের উৎসবে অশ্লীলতার ঘটনা তদন্তে কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারী) দুপুর ২ টার দিকে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্টার এইচ.এম আলী হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের অধ্যাপক ও ছাত্র উপদেষ্টা ড. শেলিনা নাসরিন কে আহ্বায়ক করে গঠিত ৩ সদস্যের তদন্ত কমিটিতে সদস্য সচিব হিসেবে রয়েছেন সহকারী প্রক্টর মো: ইয়ামিন মাসুম এবং সদস্য হিসেবে রয়েছেন টিএসসিসির পরিচালক অধ্যাপক ড. মোঃ বাকী বিল্লাহ বিকুল।
জানা যায়, মৃত্যুঞ্জয়ী মুজিব ম্যুরালের পাশে ব্যাচ-ডে উৎসব পালন করতে গিয়ে টিশার্টে অশ্লীল শব্দ ব্যবহার এবং মুজিব ম্যুরালের বেদীতে কিছু সংখ্যক শিক্ষার্থী জুতা পায়েই উৎসবে মেতে ওঠে। পরে বিভিন্ন গণমাধ্যমে ভিডিও ও প্রিন্ট প্রকাশিত হলে প্রশাসনের নজরে আসে। ফলে ক্যাম্পাসে তোলপাড় সৃষ্টি হয়। তবে তাৎক্ষণিক বিষয়টা নজরে আসলে উৎসবে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা মুজিব ম্যুরালের বেদী পরিষ্কার করে দেয়।
এব্যাপারে তদন্ত কমিটির আহবায়ক ড. শেলিনা নাসরীন বলেন, ৩৬ তম ব্যাচের ব্যাচ ডের দিনের বিভিন্ন ঘটনা তদন্তে গঠিত কমিটির আহবায়ক হিসেবে আমি রয়েছি। তবে এখনো আনুষ্ঠানিক ভাবে প্রশাসনের পক্ষ থেকে কোন চিঠি পাইনি। চিঠি পেলে উক্ত তদন্ত কমিটির বাকি সদস্যদের সাথে বসে পরবর্তী কার্যক্রম শুরু করব।
মন্তব্য করুন: