প্রকাশিত:
১৫ ফেব্রুয়ারী ২০২৪, ১৫:০৭
নেত্রকোনার মদনে কৃষকের কাছ থেকে ঘুষ নিয়ে মাটি কাটার অনুমতি দেওয়ার এক লিখিত অভিযোগ পাওয়া গেছে সাংবাদিক হাবিবুর রহমানের বিরুদ্ধে। বিচার চেয়ে ভুক্তভোগী দুই কৃষক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বরাবর লিখিত অভিযোগটি দায়ের করেন। বিষয়টি তদন্ত করার জন্য সহকারী ইউনিয়ন ভূমি কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে।
অভিযুক্ত হাবিবুর রহমান নেত্রকোনার মদন উপজেলার পরশখিলা গ্রামের বাসিন্দা। তিনি সকালের সময়সহ বেশ কয়েকটি পত্রিকার প্রতিনিধি ও বাংলাদেশ প্রেসক্লাব মদন উপজেলা শাখার সভাপতি বলে জানা গেছে।
লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার তিয়শ্রী ইউনিয়নের শিবপাশা গ্রামের কৃষক হাইয়ূল ও মাজাহারুল পারিবারিব কবরস্থান উচু করার জন্য বাড়ির পাশ থেকে নিজস্ব জমি থেকে মাটি কাটছিলেন। সেই সময় সাংবাদিক হাবিবুর রহমান সেখানে যান। অনুমতি ছাড়া কেন মাটি কাটা হচ্ছে জানতে চেয়ে মোটা অংকের টাকা দাবি করেন। এক পর্যায়ে তাদের কাছ থেকে ২ হাজার টাকা নিয়ে প্রশাসনের কাছ থেকে মাটি কাটার অনুমতি এনে দিবে বলে আশ^াস দেন। টাকা নিয়ে পর সাংবাদিক হাবিবুর কৃষকদের সাথে আর যোগাযোগ রাখেনি। এ দিকে কৃষকরা সাংবাদিককে টাকা দেওয়ার পর নিশ্চিন্তে মাটি কাটা শুরু করলে ইউনিয়ন ভূমি কর্মকর্তা বাঁধা দেন। তখন তারা প্রতারিত হয়েছে বলে বুঝতে পারেন।
এ ঘটনায় বিচার চেয়ে ভুক্তভোগী দুই কৃষক মঙ্গলবার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগটি আমনে নিয়ে তদন্ত করে প্রতিবেদন দাখিল করার জন্য তিয়শ্রী ইউনিয়নরে সহকারী ভূমি কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে।
এ ব্যাপারে সাংবাদিক হাবিবুর রহমান জানান, ০১৯১৩-২৯৬৭৯৫ নাম্বার মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, অভিযোগ দিয়েছে আমার বিরুদ্ধে নিউজ করো।
উপজেলা সহকারী কশিশনার (ভূমি) এ টি এম আরিফ জনান, এ ব্যাপারে একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রতিবেদন দাখিল করার জন্য তিয়শ্রী ইউনিয়নের সহকারী ভূমি কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে। প্রতিবেদন পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য করুন: