মঙ্গলবার, ২৬শে নভেম্বর ২০২৪, ১২ই অগ্রহায়ণ ১৪৩১ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • কঠোর হতে চায় না সরকার, আমরা চাই শান্তিপ্রিয় সমাধান
  • বুড়িচংয়ে ট্রেনের ধাক্কায় অটোরিকশার ৫ যাত্রী নিহত
  • নিম্নচাপে উত্তাল সাগর, ৪ সমুদ্রবন্দরে সতর্কসংকেত
  • ঢাকার যে ৫ এলাকায় আজ বেশি বায়ুদূষণ
  • সংঘর্ষে না জড়িয়ে শিক্ষার্থীদের শান্ত থাকার আহ্বান সরকারের
  • যাত্রাবাড়ী-ডেমরায় ৬ প্লাটুন বিজিবি মোতায়েন
  • ডিএমপি কমিশনারের সঙ্গে বৈঠকে অটোরিকশাচালকরা
  • ব্যাটারিচালিত রিকশা নিয়ে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আবেদন
  • ঢাকার ৫ এলাকার বাতাস আজ ‘ঝুঁকিপূর্ণ’
  • রাজধানীর বেশির ভাগ ফুটপাত দখলে, যানজটের পাশাপাশি বাড়ছে দুর্ঘটনা

ঘুষ নিয়ে মাটি কাটার অনুমতি দিলেন সাংবাদিক

মেহেদী হাসান আকন্দ,নেত্রকোণা

প্রকাশিত:
১৫ ফেব্রুয়ারী ২০২৪, ১৫:০৭

নেত্রকোনার মদনে কৃষকের কাছ থেকে ঘুষ নিয়ে মাটি কাটার অনুমতি দেওয়ার এক লিখিত অভিযোগ পাওয়া গেছে সাংবাদিক হাবিবুর রহমানের বিরুদ্ধে। বিচার চেয়ে ভুক্তভোগী দুই কৃষক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বরাবর লিখিত অভিযোগটি দায়ের করেন। বিষয়টি তদন্ত করার জন্য সহকারী ইউনিয়ন ভূমি কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে।

অভিযুক্ত হাবিবুর রহমান নেত্রকোনার মদন উপজেলার পরশখিলা গ্রামের বাসিন্দা। তিনি সকালের সময়সহ বেশ কয়েকটি পত্রিকার প্রতিনিধি ও বাংলাদেশ প্রেসক্লাব মদন উপজেলা শাখার সভাপতি বলে জানা গেছে।

লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার তিয়শ্রী ইউনিয়নের শিবপাশা গ্রামের কৃষক হাইয়ূল ও মাজাহারুল পারিবারিব কবরস্থান উচু করার জন্য বাড়ির পাশ থেকে নিজস্ব জমি থেকে মাটি কাটছিলেন। সেই সময় সাংবাদিক হাবিবুর রহমান সেখানে যান। অনুমতি ছাড়া কেন মাটি কাটা হচ্ছে জানতে চেয়ে মোটা অংকের টাকা দাবি করেন। এক পর্যায়ে তাদের কাছ থেকে ২ হাজার টাকা নিয়ে প্রশাসনের কাছ থেকে মাটি কাটার অনুমতি এনে দিবে বলে আশ^াস দেন। টাকা নিয়ে পর সাংবাদিক হাবিবুর কৃষকদের সাথে আর যোগাযোগ রাখেনি। এ দিকে কৃষকরা সাংবাদিককে টাকা দেওয়ার পর নিশ্চিন্তে মাটি কাটা শুরু করলে ইউনিয়ন ভূমি কর্মকর্তা বাঁধা দেন। তখন তারা প্রতারিত হয়েছে বলে বুঝতে পারেন।
এ ঘটনায় বিচার চেয়ে ভুক্তভোগী দুই কৃষক মঙ্গলবার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগটি আমনে নিয়ে তদন্ত করে প্রতিবেদন দাখিল করার জন্য তিয়শ্রী ইউনিয়নরে সহকারী ভূমি কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে।

এ ব্যাপারে সাংবাদিক হাবিবুর রহমান জানান, ০১৯১৩-২৯৬৭৯৫ নাম্বার মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, অভিযোগ দিয়েছে আমার বিরুদ্ধে নিউজ করো।

উপজেলা সহকারী কশিশনার (ভূমি) এ টি এম আরিফ জনান, এ ব্যাপারে একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রতিবেদন দাখিল করার জন্য তিয়শ্রী ইউনিয়নের সহকারী ভূমি কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে। প্রতিবেদন পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর