রবিবার, ২৪শে নভেম্বর ২০২৪, ১০ই অগ্রহায়ণ ১৪৩১ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সম্পদের হিসাব দিতে আরও ১ মাস পাবেন সরকারি কর্মচারীরা
  • শপথ নিলেন নতুন সিইসি ও ৪ নির্বাচন কমিশনার
  • বঞ্চিত কর্মকর্তাদের গ্রেড-১ দেওয়া হবে
  • ৫ বিসিএসে ১৮ হাজার প্রার্থী নিয়োগ দেবে সরকার
  • সিইসিসহ নতুন নির্বাচন কমিশনারদের শপথ দুপুরে
  • ঢাকার বাতাস আজ ‘খুবই অস্বাস্থ্যকর’, দূষণের শীর্ষে লাহোর
  • বাংলাদেশ সফরে আসতে পারেন ব্রিটেনের রাজা-রানি
  • প্রয়োজনে ভেঙে ফেলা হবে হাওরের সড়ক
  • পলাতক পুলিশ সদস্যদের বেতন বন্ধ, মামলার প্রস্তুতি
  • ৩ মাসে জ্বালানি খাতে ৩৭০ কোটি টাকা সাশ্রয়

ঈদের ছুটি শেষে খুলেছে অফিস-আদালত, তবু ছুটির আমেজ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত:
২ জুলাই ২০২৩, ১২:০৪

আসন্ন ঈদুল আজহার ৫ দিনের সরকারি ছুটি শেষে আজ রোববার খুলেছে সরকারি অফিস-আদালত। তবে ঈদের পর প্রথম কর্মদিবসে সকাল ১০টায় অফিস-আদালত শুরু হলেও এখনো ছুটির আমেজ বিরাজ করছে।

 

 

অনেকে বাড়তি ছুটি নিয়ে রাজধানীতে ফেরেননি। যে কারণে যানবাহন কম সড়কে, অনেকটাই ফাঁকা। যারা অফিসে যোগ দিয়েছেন, সবাই নির্বিঘ্নে কর্মস্থলে যেতে পেরেছেন।

 

অফিস-আদালতের কার্যক্রম পুরোদমে শুরু হতে আরও দুই থেকে তিন দিন লেগে যাবে বলে জানিয়েছেন অনেকে।

 

এদিকে প্রশাসনের কেন্দ্রবিন্দু সচিবালয়ে কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে ঈদের আমেজ দেখা গেছে। তারা একে অপরের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করছেন। 

 

ঈদের ছুটি তিন দিন থাকলেও ঘরমুখো মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে একদিন বাড়ানো হয়। গত ২০ জুন জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

 

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে  ২৭ জুন (মঙ্গলবার) থেকে সাধারণ ছুটি ঘোষণা করা হয় এতে। 

 

প্রজ্ঞাপন আরও বলা হয়, বাংলাদেশ সুপ্রিম কোর্ট এবং ব্যাংক, বিমা ও অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানের ছুটি স্ব স্ব কর্তৃপক্ষ নির্ধারণ করবে। জরুরি পরিষেবাসমূহ এই ছুটির আওতা বহির্ভূত থাকবে।

 

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার (১৯ জুন) মন্ত্রিসভা বৈঠকে আসন্ন ঈদুল আজহার ছুটি একদিন বাড়ানো হয়। ২৭ জুন থেকে শুরু হয়ে এই ছুটি চলে ৩০ জুন পর্যন্ত।

 

চাঁদ দেখা সাপেক্ষে ২৯ জুন ঈদুল আজহা উদযাপিত হয়েছে।

 

২০২৩ সালের সরকারি ছুটির তালিকা অনুযায়ী, ২৮ থেকে ৩০ জুন পর্যন্ত ঈদুল আজহার সরকারি ছুটি। ১ জুলাই শনিবার সাপ্তাহিক ছুটি। ফলে সাধারণ ছুটি চারদিন পেল সরকারি চাকরিজীবীরা। আর একদিন বাড়ানোর ফলে সাপ্তাহিক ছুটিসহ তা পাঁচদিন হলো।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর