প্রকাশিত:
১৫ ফেব্রুয়ারী ২০২৪, ১৬:১৫
জেলার বন্দরে শীতলক্ষ্যা নদী থেকে অজ্ঞাত (৬০) এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ।
বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে শীতলক্ষ্যা নদীর বরফকল ঘাট এলাকা থেকে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করে নৌ-পুলিশ।
নারায়ণগঞ্জ নৌ-থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সবুজ বলেন, ভাসমান অবস্থায় একটি মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা খবর দেন। পরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এখন পর্যন্ত কেউ মরদেহ শনাক্ত করতে পারেনি। ঘটনাস্থলে আছি, বিস্তারিত পরে জানানো যাবে।
মন্তব্য করুন: