প্রকাশিত:
২০ ফেব্রুয়ারী ২০২৪, ১৫:০১
বগুড়ার শেরপুরে ‘জাতীয় প্রাথমিক শিক্ষা পদক’ প্রতিযোগিতা-২০২৪ উপজেলা পর্যায়ে ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
(১৯ ফেব্রুয়ারি) সোমবার উপজেলার ডিজে হাই স্কুল মাঠে দিনব্যাপী উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সুমন জিহাদী, শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল করিম, শেরপুরে উপজেলা শিক্ষা অফিসার কামরুল ইসলাম, শেরপুর ডিজে হাই স্কুলের প্রধান শিক্ষক আখতার উদ্দিন বিপ্লব, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি শেরপুর উপজেলা শাখার সভাপতি আব্দুল মতিন, সাধারণ সম্পাদক ছায়েদুজ্জামান, গণমাধ্যম কর্মীরা সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকগণ।
জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা অনুষ্ঠানে পৌরসভা ও উপজেলার ১০টি ইউনিয়নের প্রাথমিক বিদ্যালয়ের বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার ও সনদ পত্র বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসারসহ অন্যন্যা অতিথিবৃন্দরা।
মন্তব্য করুন: