প্রকাশিত:
২২ ফেব্রুয়ারী ২০২৪, ১১:৫২
বিনম্র শ্রদ্ধা, যথাযথ মর্যাদা ও পূর্ণ ভাবগাম্ভীর্যের মধ্যে দিয়ে অমর একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে, বগুড়ার শেরপুর উপজেলায় ‘মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ পালিত হয়েছে।
বুধবার (২১ ফেব্রুয়ারি) রাত ১২ টা ১ মিনিটে শেরপুর উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পাঞ্জলি দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন, বগুড়া-৫ আসনের মাননীয় সংসদ সদস্য মজিবুর রহমান মজনু।উপজেলা নির্বাহী অফিসার মো: সুমন জিহাদী। সহকারী কমিশনার ভূমি, অফিসার্স ইনচার্চ, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সকল সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
পর্যায়ক্রমে বিভিন্ন সহযোগি সংগঠন, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন, কলেজ, সরকারি-বেসরকারি দফতরের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন। সেই সাথে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ ও বিশিষ্ট জনেরা একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে ৫২র ভাষা শহীদদের স্মরনে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
মন্তব্য করুন: