প্রকাশিত:
২২ ফেব্রুয়ারী ২০২৪, ১২:০৫
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু হবে আজ (২২ ফেব্রুয়ারি) বৃহস্পতিবার। চলবে ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত। মোট এক হাজার ৮৪৪টি আসনের বিপরীতে এক লাখ ৯৭ হাজার ৮৫১টি আবেদন জমা পড়েছে। সেই হিসাবে এ বছর প্রতি আসনের বিপরীতে লড়বেন ১০৭ জন শিক্ষার্থী।
আবেদনকারীদের মধ্যে এক লাখ তিন হাজার পাঁচজন ছাত্র এবং ৯৪ হাজার ৮৪৬ জন ছাত্রী রয়েছেন। বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা সংক্রান্ত ওয়েবসাইট এবং প্রশাসনিক (শিক্ষা শাখা) কার্যালয় সূত্রে এসব তথ্য জানা গেছে।
আজ বৃহস্পতিবার ‘এ’ ইউনিটের (গাণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদ এবং আইআইটি) ভর্তি পরীক্ষার মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু হবে। পরীক্ষার প্রথম শিফট শুরু হবে সকাল ৯টায়।
শেষ শিফট শুরু হবে বিকেল ৪টা ৪০ মিনিটে। এই শিক্ষাবর্ষে ‘এ’ ইউনিটে ২২৩টি ছাত্রদের এবং ২২৩টি ছাত্রীদের আসনের বিপরীতে মোট ৩৩ হাজার ৭০৫ জন ছাত্র এবং ১৬ হাজার ৭১১ জন ছাত্রী আবেদন করেছেন।
মন্তব্য করুন: