প্রকাশিত:
২২ ফেব্রুয়ারী ২০২৪, ১৭:২৩
উৎপাদন ব্যয় বৃদ্ধির কথা বলে বিদ্যুতের দাম বাড়ানো কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে মনে করেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি মোহাম্মদ শাহ আলম ও সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স।
বুধবার (২১ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তাঁরা বলেছেন, সরকারের ভুল নীতি ও দুর্নীতির কারণে বিদ্যুতের উৎপাদন ব্যয় বেড়েছে। এর দায় সাধারণ মানুষ নেবে না। বিবৃতিতে নেতারা বলেন, আমরা অনেক দিন ধরেই বলে আসছিলাম যে সরকারের ভুল নীতির কারণেই বিদ্যুতের উৎপাদন ব্যয় বেড়ে যাবে।
সরকার এ কথায় কর্ণপাত করেনি। বরং খোঁড়া যুক্তি দেখিয়ে বারবার বিদ্যুতের দাম বাড়াচ্ছে। আর এখন আইএমএফের শর্ত পূরণ করতে ভর্তুকি প্রত্যাহারের নামে জনগণের কাঁধে এই মূল্যবৃদ্ধির বোঝা চাপানো হচ্ছে।
মন্তব্য করুন: