প্রকাশিত:
২৪ ফেব্রুয়ারী ২০২৪, ১৫:৫২
সাতকানিয়ায় হাত-পা বাঁধা অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (২৪ ফেব্রুয়ারি) সকালে সাতকানিয়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ড বণিকপাড়া এলাকার বাঁশঝাড় থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, নিহত দিনমজুর শাহাব উদ্দিন (৩৫) উপজেলার মাদার্শা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড মাঝের দোকান এলাকার হাজী নুর আহমদের ছেলে। তিনি এক ছেলে ও এক মেয়ের জনক।
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রিটন সরকার বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) মর্গে পাঠানো হয়েছে।
মন্তব্য করুন: