প্রকাশিত:
২৪ ফেব্রুয়ারী ২০২৪, ১৬:০৫
২৩ ফেব্রুয়ারি (শুক্রবার) বগুড়ার শেরপুরে উপজেলা প্রেসক্লাবের নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের অভিষেক ও শপথ অনুষ্ঠিত হয়েছে।
সাইফুল ইসলাম লিপুর সভাপতিত্ত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া-৫ এর সংসদ সদস্য মোঃ মজিবর রহমান মজনু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ সুমন জিহাদী, ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান শাহজামাল সিরাজী, পৌর মেয়র জানে আলম খোকা মেয়র,সাবেক পৌর মেয়র স্বাধীন কুমার কুন্ডুসহ এলাকার বিভিন্ন স্তরের ব্যাক্তিবর্গ।
'সামাজিক উন্নয়ন ও মূল্যবোধ সৃষ্টিতে গণমাধ্যমকর্মী ও সুশীল সমাজের ভূমিকা " শীর্ষক আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার সুমন জিহাদী বলেন, শেরপুর উপজেলা প্রেসক্লাবের আমন্ত্রণে দলমত নির্বিশেষে আজ এই মঞ্চে যে উপস্থিতি, যে উপজেলায় এমন মঞ্চ হতে পারে, আর সেই উপজেলায় উন্নয়ন হবে না তা হতে পরে না। তিনি আরো বলেন সামাজিক এবং রাষ্ট্রীয় উন্নয়নে সাংবাদিকরা অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শেরপুরবাসীর সামাজিক উন্নয়ন এবং সামাজিক মূল্যবোধ সৃষ্টিতে শেরপুর উপজেলা প্রেসক্লাব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করছি।
প্রধান অতিথি সংসদ সদস্য মুজিবর রহমান মজনু বলেন, সাংবাদিক হলো একটি রাষ্ট্রের দর্পন যা রাষ্ট্র ও সামাজিক উন্নয়নের চিত্র গুলো সাধারণ মানুষের মাঝে তুলে ধরবে। তিনি আরো বলেন নবনির্বাচিত কমিটি তাদের অর্পিত দায়িত্ব সঠিক ভাবে পালন করবেন। পরে তিনি নবনির্বাচিত কমিটির শপথ বাক্য পাঠ করান। এসময় শপথ গ্রহন করেন, নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের, দীপক কুমার সরকার (সভাপতি), নাহিদ হাসান রবিন (সহ-সভাপতি), শুভ কুন্ড (সাধারণ সম্পাদক), বাঁধন কুমার কৃষ্ণ (যুগ্ম-সাধারণ সম্পাদক), সৌরভ অধিকারী শুভ (সাংগঠনিক সম্পাদক), বাদশা আলম (অর্থ সম্পাদক), ইফতেখার আলম ফরহাদ (সাহিত্য সাংস্কৃতিক ও প্রচার সম্পাদক), বিমান কুমার মৈত্রয় (দপ্তর সম্পাদক), নাজমুল হুদা (কার্যনির্বাহী সদস্য), শরিফুল ইসলাম শরিফ (কার্যনির্বাহী সদস্য), সাখাওয়াত হোসেন জুম্মা (কার্যনির্বাহী সদস্য)। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে অভিষেক ও শপথ অনুষ্ঠানের সমাপ্তি হয়।
মন্তব্য করুন: