প্রকাশিত:
২৬ ফেব্রুয়ারী ২০২৪, ১০:৫১
“বদ্ধঘরে থাকবো না-কো, পারবে না কেউ আটক,পাড়ি দিব ভাঙা সাঁকো, পাশেই তো বিহিতক।” প্রতিপাদ্যকে সামনে রেখে পথ চলা ইসলামী বিশ্ববিদ্যালয়ের ল’ এন্ড ল্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের তথা ৫ম ব্যাচের (বিহিতক-৫) বার্ষিক ভোজন (চড়ুইভাতি) ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
রোববার (২৫ ফেব্রুয়ারি) দিনব্যাপী ক্যাম্পাসে মফিজ লেকে আড়ম্বরপূর্ণ এটি আয়োজন করা হয়। এতে বেলুন ফোটানো, মোরগ লড়াই, হাড়িভাঙা ও বালিশ খেলা সহ নানাবিধ খেলায় উপভোগ করলেন পুরো ব্যাচ।
এসময় পুরস্কার বিতরণী অনুষ্ঠান উপভোগ করেছিলেন বিভাগীয় সভাপতি সহকারী অধ্যাপক সাহিদা আখতার, সহকারী অধ্যাপক বিলাসী সাহা এবং সহকারী অধ্যাপক মো: মেহেদী হাসান সহ বিভাগীয় কর্মচারীরা।
সহকারী অধ্যাপক মো: মেহেদী হাসান বলেন, বিহিত-৫ ব্যাচটা এতটাই আন্তরিক যে আমাদের এত ব্যস্ততার পরেও না করতে পারেনি। এত স্বল্প সময়ে গোছানো একটা আয়োজন করতে পেরেছে, আসলেই প্রশংসনীয়। বসন্তের ছোঁয়া কিছুটা হলেও উপভোগ করতে পারছে বলে মনে হচ্ছে।
এসময় সহকারী অধ্যাপক সাহিদা আখতার তাঁর অনুভূতি ব্যক্ত করতে গিয়ে বলেন, এই ৫ম ব্যাচটা একটু ইউনিক। ১ম বর্ষ পেরিয়ে সবে ২য় বর্ষে পা রাখা বাচ্চারা খুবই পরিপক্বতার পরিচয় দিলো। আমি ব্যাচটার প্রতি খুব আশাবাদী, এখানে কেউ সাংবাদিকতার মতো চ্যালেঞ্জিং পেশায় যুক্ত, আমার জায়গায় দাঁড় করিয়ে দিলে যৌক্তিক কথা বলার মতো ডিবেটর, জাতীয় ক্রিকেট খেলায় অংশগ্রহণ করার মতো প্লেয়ার সহ একাডেমিক মূল্যায়নে অনন্য। আশা করি পারস্পরিক সহযোগিতা ও বন্ধন মজবুত হোক তোমাদের।
মন্তব্য করুন: