প্রকাশিত:
২৭ ফেব্রুয়ারী ২০২৪, ১৮:২১
লক্ষ্মীপুরের রায়পুরে চলমান দেশীয় পণ্য ও শিল্প মেলা বন্ধে মানববন্ধন করেছে উপজেলার এক সহস্রাধিক ব্যবসায়ী ও দোকান কর্মচারী। মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারী) সকালে এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করে সংশ্লিষ্টরা।
পৌর শহরের গাজী সুপার মার্কেট, মিয়াজি মার্কেট, নিউ মার্কেটের সম্মুখে পৃথক পৃথক মানববন্ধন কর্মসূচি পালন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমা বিনতে আমিন, উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ মামুনুর রশীদ, রায়পুর পৌর মেয়র গিয়াস উদ্দিন রুবেল ভাট, রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াছিন ফারুক মজুমদার বরাবর স্মারকলিপি প্রদান করা হয়৷ এর আগে সকালে মানববন্ধন চলাকালে রায়পুর গাজী সুপার মার্কেট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক নুর উদ্দিন ভাট শিপলু বলেন, রায়পুরের এই মেলা অবিলম্বে বন্ধ করা দরকার। রায়পুরের ব্যবসায়ীদের ক্ষতি হচ্ছে। রমজানের আগেই মেলা বন্ধের দাবি জানাই।
এ সময় উপস্থিত ছিলেন রায়পুর গাজী সুপার মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি আরিফুর রহমান। নিউ মার্কেট সভাপতি, ইকবাল হোসেন সাধারণ সম্পাদক, আমির হোসেন। মিয়াজি সুপার মার্কেটের সভাপতি সাব্বির রহমান, সাধারণ সম্পাদক আবদুল খালেক, ব্যবসায়ী রাশেদ খান লিমন প্রমূখ।
মন্তব্য করুন: