প্রকাশিত:
২৮ ফেব্রুয়ারী ২০২৪, ১৩:৩৮
লক্ষীপুরের রায়পুরে গেলো মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারী) ০৯ নং দক্ষিণ চরআবাবিল ইউনিয়ন টাকুয়ারচর মরহুম ক্বারী রুস্তম আলী (রঃ) ৩১তম বার্ষিক ইছালে ছাওয়াব এর মাহফিল রুস্তম আলী ফোরকানিয়া মাদ্রাসার মাঠে অনুষ্ঠিত হয়েছে।
মাহফিল অনুষ্ঠানের প্রধান মেহমান আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কুরআন, বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ, আওলাদে রাসুল( সাঃ)আল্লামা আলহাজ্ব হযরত মাওলানা সাইয়্যেদ মোঃ আনোয়ার হোসাইন তাহের যাবিরী আল- মাদানী খতিব, আন্দরকিল্লা শাহি জামে মসজিদ, চট্রগ্রাম, বিশেষ মেহমান আওলাদে রাসুল (সাঃ) হযরত মাওলানা সাইয়্যেদ মোঃ জাহেদ ইজ্জু্দ্দিন তাহের যাবিরী, খতিব ঐতিহাসিক তাহেররিয়া রচিম উদ্দিন ঈদগাহ ময়দান হায়দরগঞ্জ, হযরত মাওলানা মোল্লা নাজিম উদ্দীন, প্রতিষ্ঠাতা মহা - পরিচালক, কুমিল্লা দারুল হুদা কমপ্লেক্স, আলহাজ্ব হযরত মাওলানা সালা উদ্দিন চাঁদপুরী খতিব,মসজিদে আবু বকর ছিদ্দিক( রাঃ) উত্তর বাড্ডা ঢাকা, কারী রুস্তম আলী ফাউন্ডেশন এর চেয়ারম্যান ক্বারী হোসাইন আলী'র সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন।
সাবেক রায়পুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মাস্টার আলতাফ হোসেন হাওলাদার,অত্র ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাওলাদার নুরে আলম জিকু, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ নাছির উদ্দীন বেপারী,সাধারণ সম্পাদক তাজল ইসলাম হাওলাদার, মোঃ কামাল হোসেন সাজী, এ চাড়া আমন্ত্রিত অতিথি ও স্থানীয় পিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।
রাত দুইটার নাগাদ দোয়া ও মুনাজাতের মধ্য দিয়ে মাহফিল শেষে তাবারক বিতরণ করে সমাপ্তি ঘটে।
মন্তব্য করুন: