প্রকাশিত:
৩ মার্চ ২০২৪, ১৭:১৭
কুড়িগ্রাম জেলার রাজিবপুরে ঐতিহ্যবাহী বালিয়ামারি হাট-বাজারের ১০০ বছর পূর্তি উপলক্ষে দুইদিন ব্যাপী নানা আয়োজন করা হয়।
শনিবার (২ মার্চ ২০২৪) ও রবিবার (৩ মার্চ ২০২৪) দুদিনের এই আয়োজনে ছিল আনন্দ র্যালি, স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীদের ক্রীড়া প্রতিযোগিতা, ক্বিরাত, আযান ও ইসলামিক সংগীত প্রতিযোগিতা, ব্যবসায়ীদের জন্য ক্রীড়া প্রতিযোগিতা, সংগীত প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী ও আলোচনা সভা, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
দু'দিনব্যাপী এই আয়োজনে বালিয়ামারী হাট বাজারের ইজারাদার মোঃ সাইদুর রহমান এর সার্বিক ব্যবস্থাপনায় আয়োজন করা হয়। দু'দিনব্যাপী আয়োজনের উদ্বোধন করেন রাজিবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আকবর হোসেন হিরো।
শনিবার বিকেলে ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতায় রাজিবপুর উপজেলার ১৫টি মাদ্রাসার প্রায় ৫০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতার বিচারক ছিলেন মাওলানা হাফিজুর রহমান রাজিবপুরী, মাওলানা আরিফ বিল্লাহ, মাওলানা শাহজাহান সিরাজী। ক্রীড়া প্রতিযোগিতা পরিচালনার দায়িত্বে ছিলেন আব্দুস সালাম মাষ্টার।
উক্ত আয়োজনে উপস্থিত ছিলেন, রাজিবপুর ইউপি চেয়ারম্যান মিরন মোহাম্মদ ইলিয়াস, রাজিবপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক শাহজাহান আকুল, বালিয়ামারী বর্ডারহাট ক্রেতা কমিটির সভাপতি মমিনুল ইসলাম মিন্টু, সাবেক ইজারাদার বালিয়ামারি হাট-বাজার মাজহারুল ইসলাম, রাজিবপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মেহেদী হাসান তারেক, কামাল হাসান বিশিষ্ট ব্যবসায়ী, রাজিবপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি খাইরুল ইসলাম, ব্যবসায়ি নজরুল ইসলাম , মাওলানা সাইফুল ইসলাম, বিভিন্ন প্রতিষ্ঠানের মাদ্রাসা শিক্ষক, মুফতী, ব্যবসায়ীবৃন্দ সহ আরও অনেকে।
মন্তব্য করুন: