বুধবার, ৩০শে এপ্রিল ২০২৫, ১৬ই বৈশাখ ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের পর কারিগরি শিক্ষা হবে মূল বিষয়
  • মানুষের আস্থা ফিরিয়ে আনতে পুলিশের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান
  • কোম্পানির মুনাফার জায়গা গোখাদ্য হতে পারে না
  • রাখাইনে ‘মানবিক করিডোর’ নিয়ে যা বললেন প্রেস সচিব
  • যুদ্ধাবস্থায় আছি, পুলিশকে সজাগ থাকতে হবে
  • গত ১৫ বছর পুলিশকে দলীয় বাহিনীতে পরিণত করা হয়েছিল
  • এলজিইডির ৩৬টি কার্যালয়ে দুদকের অভিযান চলছে
  • রাজনৈতিক নেতাদের সমর্থন ছাড়া কিছুই বাস্তবায়ন হবে না
  • প্রবাসীদের ‘ভোটিং সিস্টেম’ নিয়ে রাজনৈতিক দল ও অংশীজনদের সঙ্গে বৈঠকে ইসি
  • ঢাকায় ৫০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা

জাবিতে 'বি' ইউনিটের ফলাফলে আংশিক সংশোধন

জাবি প্রতিনিধি

প্রকাশিত:
৫ মার্চ ২০২৪, ১২:২০

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) বি ইউনিটভুক্ত সমাজবিজ্ঞান অনুষদ ও আইন অনুষদের ফলাফলে আংশিক সংশোধন করা হয়েছে।

সোমবার (৪ মার্চ) দুপুর সাড়ে তিনটায় বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন ও ভর্তি পরীক্ষার 'বি' ইউনিটের সমন্বয়ক বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন।

এ সময় বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক বশির আহমেদ জানান, ভর্তি পরীক্ষার 'বি' ইউনিটে শুধু অর্থনীতি সাবজেক্ট পাওয়ার যোগ্যতার তারতম্য ঘটেছে। ফলাফলে রেজাল্ট তৈরির সময় ভুল ইনপুটের জন্য বাংলার নাম্বার ইংরেজীতে এবং ইংরেজীর নাম্বার বাংলাতে , এছাড়াও সাধারণ জ্ঞানের নাম্বার গণিতে এবং গণিতের নাম্বার সাধারণ জ্ঞানে পরিবর্তন হয়। এতে সামগ্রিক মেরিটলিস্টে কোনো ঝামেলা হয় নি। ফলাফল নিয়ে আলোচনা-সমালোচনার পরে স্বচ্ছতা ও জবাবদিহিতার জায়গা থেকে 'বি' ইউনিটের ফলাফল পুনরায় খতিয়ে দেখা হয়।

এ বিষয়ে ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজির (আইআইটি) পরিচালক অধ্যাপক এম শামীম কায়সার বলেন, আমরা সংশোধিত ফল প্রকাশ করার পর এসএমএসের মাধ্যমে তাদের প্রোফাইল চেক করার জন্য অনুরোধ করবো। ভর্তিচ্ছু শিক্ষার্থীরা প্রোফাইল যাচাইয়ের মাধ্যমে নিজেদের সংশোধিত ফলাফল দেখতে পাবেন।


এক্ষেত্রে অর্থনীতি বিষয়ে পূর্বের সাবজেক্ট এলিজিবিলিটিতে মেয়ে ছিল ৩২৫ জন। যা সংশোধিত ফলাফলে ৪৯০ জনের এলিজিবিল হয়েছে। অন্যদিকে ছেলেদের ক্ষেত্রে একই সাবজেক্টে সংশোধিত রেজাল্টে ৬০৭ জন থেকে ৬২২ জন এলিজেবল হয়েছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর