প্রকাশিত:
৭ মার্চ ২০২৪, ১১:২৩
লক্ষ্মীপুরের রায়পুরে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন নিয়ে সাবেক উপজেলা চেয়ারম্যান মাষ্টার আলতাফ হোসেন হাওলাদার (বিএসসি) ও উত্তর চরবংশী ইউনিয়নবাসীর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৬ই মার্চ) বিকেলে আয়োজিত এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সাবেক ছাত্রনেতা এনামুল হক জাহিদ। আওয়ামী লীগ নেতা মফিজুর রহমান খান, রুহুল আমিন খলিফা, নাজিমুদ্দিন গাজী, নুরুল ইসলাম মাঝি, সিদ্দিকুর রহমান, শহিদ উল্ল্যা গাজী, আহসান উল্ল্যা,ইউনিয়ন বিএনপি নেতা এবাদউল্যা গাজী, শফিকুল রহমান ছৈয়াল প্রমূখ।
রায়পুর রুস্তম আলী কলেজের সহযোগী অধ্যাপক দেলোয়ার হোসেন গাজী বলেন, ঘন্টা করে বক্তব্যে দেয়ার বিষয়ে আমাদের কিছু বাধ্যবাধকতা আছে। তবে আজকের এই সভা সাধারণ মানুষের। আমি সাধারণ মানুষের অংশ হিসেবে উপস্থিত হলাম। চরের মানুষ- এমন প্রোপাগাণ্ডা থেকে আমরা রক্ষা পেতে চাই। আমাদেরকে অনেকে কটাক্ষ করে। যা কাম্য নয়।
দলমত নির্বিশেষে সর্বদলীয় এই মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান মাষ্টার আলতাফ হোসেন হাওলাদার বলেন, আমি আমার এলাকাসহ রায়পুরের কল্যাণে কাজ করে যেতে চাই। আপনাদের ভালোবাসা, দোয়া ও সমর্থন নিয়ে এগিয়ে যেতে চাই।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, ইউপি চেয়ারম্যান আবুল হোসেন হাওলাদার। সভাপতির বক্তব্যে তিনি বলেন, চরাঞ্চল ও আলতাফ হোসেন হাওলাদার বিএসসির সাথে আমরা ঐক্যবদ্ধ। আমাদের ঐক্যই গড়ে তুলবে আগামীর সুন্দর জনপদ।
মন্তব্য করুন: