বুধবার, ৩০শে এপ্রিল ২০২৫, ১৭ই বৈশাখ ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের পর কারিগরি শিক্ষা হবে মূল বিষয়
  • মানুষের আস্থা ফিরিয়ে আনতে পুলিশের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান
  • কোম্পানির মুনাফার জায়গা গোখাদ্য হতে পারে না
  • রাখাইনে ‘মানবিক করিডোর’ নিয়ে যা বললেন প্রেস সচিব
  • যুদ্ধাবস্থায় আছি, পুলিশকে সজাগ থাকতে হবে
  • গত ১৫ বছর পুলিশকে দলীয় বাহিনীতে পরিণত করা হয়েছিল
  • এলজিইডির ৩৬টি কার্যালয়ে দুদকের অভিযান চলছে
  • রাজনৈতিক নেতাদের সমর্থন ছাড়া কিছুই বাস্তবায়ন হবে না
  • প্রবাসীদের ‘ভোটিং সিস্টেম’ নিয়ে রাজনৈতিক দল ও অংশীজনদের সঙ্গে বৈঠকে ইসি
  • ঢাকায় ৫০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা

পুনরায় পরিষ্কার অভিযানে ইবির সাদ্দাম হোসেন হল ছাত্রলীগ

ইবি প্রতিনিধি

প্রকাশিত:
৭ মার্চ ২০২৪, ১৯:১০

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) প্রথম শহিদ মিনারের শ্রী ফিরিয়ে আনার পর ঐতিহাসিক ভাষণ দিবসে মুজিব ম্যুরাল, স্মৃতিসৌধ, মুক্ত বাংলা, শহিদ মিনার সহ গুরুত্বপূর্ণ ৪টি স্থাপনা পুনরায় পরিষ্কার করলেন বিশ্ববিদ্যালয়ের সাদ্দাম হোসেন হল ছাত্রলীগের কর্মীরা। বৃহস্পতিবার (৭ মার্চ) সকাল থেকে ইবির এ স্থাপনা পরিষ্কার করা হয়।

পরিচ্ছন্নতার কাজে অংশগ্রহণকারী ছাত্রলীগকর্মী আতিক বলেন, ঐতিহাসিক ৭ই মার্চ বাঙালি জাতির ইতিহাসের এক অবিস্মরণীয় দিন। এই দিন বাঙালি জাতি শপথ নিয়েছিলো দেশকে পাক হানাদার বাহিনীর হাত থেকে মুক্ত করার। সেই ঐতিহাসিক দিনকে স্মরণ করতে সাদ্দাম হোসেন হল শাখা ছাত্রলীগ পরিচ্ছন্নতা কর্মসূচি গ্রহণ করে। তারই অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো পরিষ্কার করছি।

এ বিষয়ে শাখা ছাত্রলীগের সহ-সভাপতি মৃদুল হাসান রাব্বি বলেন, ৭ই মার্চের মতো একটি বিশেষ দিনে গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো অপরিচ্ছন্নতায় আগলে থাকার বিষয়টি আমার নজরে আসে। সাদ্দাম হোসেন হল এর কর্মীদের সাথে আলোচনা করলে তারা নিজেদের দায়িত্বে পরিচ্ছন্নতার কাজে অংশ নেবে বলে মতামত দেই। এই নিয়ে তাদের আগ্রহ ও মনোবল দেখে অবাক হয়। তারা যেন সবসময় আন্তরিকতা দিয়ে সামাজিক কাজে লেগে থাকে এই প্রত্যাশা করি ও তাদেরকে সাধুবাদ জানায়।

প্রসঙ্গত, নতুন শহিদ মিনার নির্মাণের পর দীর্ঘকালের অযত্নে-অবহেলায় প্রায় হারিয়েই গিয়েছিল ১৯৯১ সালে কুষ্টিয়ায় প্রতিষ্ঠিত ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) প্রথম শহিদ মিনারটি। তবে এ বিষয়ে রিপোর্টার্স ইউনিটির পরিবেশনায় সংবাদ প্রকাশের পর ইবি সাদ্দাম হোসেন হল নেতাকর্মীদের নজরে আসে। পরে ছাত্রলীগ কর্মীরা পরিষ্কার করলে শ্রী ফিরে স্মৃতিময় এই ঐতিহাসিক স্থাপনাটি।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর