বুধবার, ২৭শে নভেম্বর ২০২৪, ১২ই অগ্রহায়ণ ১৪৩১ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ২৫ শহীদ পরিবারকে ৮ লাখ টাকা করে অনুদান প্রদান
  • ড্রাইভিং লাইসেন্স নিয়ে সুখবর দিলো বিআরটিএ
  • রাষ্ট্রপতির কাছে সুপ্রিম কোর্টের বার্ষিক প্রতিবেদন পেশ
  • গণমাধ্যমে হামলা-ভাঙচুর হলে ব্যবস্থা
  • কঠোর হতে চায় না সরকার, আমরা চাই শান্তিপ্রিয় সমাধান
  • বুড়িচংয়ে ট্রেনের ধাক্কায় অটোরিকশার ৫ যাত্রী নিহত
  • নিম্নচাপে উত্তাল সাগর, ৪ সমুদ্রবন্দরে সতর্কসংকেত
  • ঢাকার যে ৫ এলাকায় আজ বেশি বায়ুদূষণ
  • সংঘর্ষে না জড়িয়ে শিক্ষার্থীদের শান্ত থাকার আহ্বান সরকারের
  • যাত্রাবাড়ী-ডেমরায় ৬ প্লাটুন বিজিবি মোতায়েন

সাংবাদিক সৈয়দ আহমেদ অটল ইন্তেকাল করেছেন

স্টাফ রিপোর্টার

প্রকাশিত:
৮ মার্চ ২০২৪, ২০:০৪

 

জাতীয় প্রেসক্লাব-ডিআরইউ এর সদস্য, বগুড়া জার্নালিস্ট ফোরামের উপদেষ্টা, দৈনিক করতোয়ার প্রধান প্রতিবেদক ও বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আহমদ অটল ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
আজ শুক্রবার সকালে রাজধানীর আজগর আলী হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। এর আগে বৃহস্পতিবার গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭১ বছর। উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিসসহ বিভিন্ন রোগে ভুগছিলেন তিনি। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ আত্মীয় স্বজনসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

শুক্রবার বাদ জুমা ঢাকা রিপোর্টার্স ইউনিটি চত্ত্বরে প্রথম এবং জাতীয় প্রেস ক্লাব প্রাঙ্গণে তাঁর দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন সাংবাদিক সংগঠনের পক্ষ থেকে তাঁর মরদেহে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। সাংবাদিক নেতারা সৈয়দ আহমেদ অটলের স্মৃতিচারণ করে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। এ সময় তার ছেলে রাফসান জানি জিসান বাবার রুহের মাগফিরাত কামনা করে সকলের কাছে দোয়া কামনা করেন। জানাজা শেষে রাজধানীর আজিমপুর কবরস্থানে তাঁকে দাফন করা হয়।

প্রিয় সহকর্মী অটল এর মৃত্যুতে বগুড়া জার্নালিস্ট ফোরামের পক্ষ থেকে সভাপতি ফেরদৌস মামুন, সাধারণ সম্পাদক সুমন প্রামাণিক গভীরভাবে শোক প্রকাশ করেন। নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

সৈয়দ আহমেদ অটল দৈনিক করতোয়ার প্রতিষ্ঠালগ্ন থেকেই বিভিন্ন দায়িত্ব পালন করেছেন। মৃত্যুর আগ পর্যন্ত পত্রিকাটির প্রধান প্রতিবেদক ছিলেন।

এছাড়া তিনি জাতীয় প্রেস ক্লাব, ঢাকা রিপোর্টার্স ইউনিটি ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) স্থায়ী সদস্য ছিলেন। বাম আদর্শের অনুসারী এই সাংবাদিক মুক্তিযুদ্ধে ন্যাপ-ছাত্র ইউনিয়ন ও কমিউনিস্ট পার্টির যৌথ গেরিলা বাহিনীর বীর যোদ্ধা ছিলেন। মৃত্যুর আগ পর্যন্ত বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) ঢাকা মহানগর দক্ষিণ জেলার সাংবাদিক শাখার সদস্য ছিলেন।


সৈয়দ আহমদ অটলের জন্ম বগুড়া শহরের চকসুত্রাপুর ১৯৫২ সালের ১০ মার্চ। তিনি ছয় ভাই তিন বোনের মধ্যে তিনি ছিলেন দ্বিতীয়।

১৯৫২ সালের ১০ মার্চ বগুড়া শহরের চকসুত্রাপুরে জন্ম সৈয়দ আহমদ অটলের। তিনি ছয় ভাই তিন বোনের মধ্যে দ্বিতীয়। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।

বগুড়ার চকযাদু প্রাইমারি স্কুল, বাংলা স্কুল, সরকারি আযিযুল হক কলেজ ও সরকারি তিতুমীর কলেজে লেখাপড়া করেন সৈয়দ আহমদ অটল। ছাত্র অবস্থায় তিনি একাত্তরের মহান মুক্তিযুদ্ধ অংশ নেন। ছাত্র রাজনীতির সঙ্গেও জড়িত ছিলেন তিনি।

সৈয়দ আহমেদ অটল বগুড়া থেকে প্রকাশিত দৈনিক করতোয়ায় ১৯৭৮ সাল সাংবাদিকতা শুরু করেন। ১৯৮২ সালে প্রতিষ্ঠাতা বার্তা সম্পাদক হিসাব দৈনিক উত্তরাঞ্চলে যোগ দেন। ১৯৯৯ সালে আবারও দৈনিক করতোয়ার ঢাকা অফিসে যোগদান করেন। ২০০৮ সালে করতোয়ার চিফ রিপোর্টারের দায়িত্ব গ্রহণ করেন।

তিনি ঢাকাস্থ বগুড়া জার্নালিস্ট ফোরামের উপদেষ্ঠা ও বগুড়া প্রেস ক্লাবেরও সদস্য ছিলেন তিনি। এছাড়া ডিআরইউ’র সাবেক দপ্তর সম্পাদক এবং বগুড়া প্রেসক্লাবের দুইবার কোষাধ্যক্ষের দায়িত্ব পালন করেন। সৈয়দ আহমেদ অটল জড়িত ছিলন খেলাঘর আসর ও উদীচী শিল্পী গোষ্ঠীসহ বিভিন্ন সাংস্কৃতিক-সামাজিক সংগঠনের সাথে। তাঁর আলোচিত বই ‘লড়াই’। বইটি ২০১৭ সালের অমর একুশের গ্রন্থমেলায় প্রকাশিত হয়।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর