বুধবার, ২৭শে নভেম্বর ২০২৪, ১২ই অগ্রহায়ণ ১৪৩১ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ২৫ শহীদ পরিবারকে ৮ লাখ টাকা করে অনুদান প্রদান
  • ড্রাইভিং লাইসেন্স নিয়ে সুখবর দিলো বিআরটিএ
  • রাষ্ট্রপতির কাছে সুপ্রিম কোর্টের বার্ষিক প্রতিবেদন পেশ
  • গণমাধ্যমে হামলা-ভাঙচুর হলে ব্যবস্থা
  • কঠোর হতে চায় না সরকার, আমরা চাই শান্তিপ্রিয় সমাধান
  • বুড়িচংয়ে ট্রেনের ধাক্কায় অটোরিকশার ৫ যাত্রী নিহত
  • নিম্নচাপে উত্তাল সাগর, ৪ সমুদ্রবন্দরে সতর্কসংকেত
  • ঢাকার যে ৫ এলাকায় আজ বেশি বায়ুদূষণ
  • সংঘর্ষে না জড়িয়ে শিক্ষার্থীদের শান্ত থাকার আহ্বান সরকারের
  • যাত্রাবাড়ী-ডেমরায় ৬ প্লাটুন বিজিবি মোতায়েন

বগুড়ায় 'স্বরপাতা দই ঘর' এবং 'রিংকী সুইটস'কে ২ লাখ টাকা জরিমানা

আতাউর রহমান, শেরপুর (বগুড়া)

প্রকাশিত:
৯ মার্চ ২০২৪, ১১:৪৫

অপরিচ্ছন্ন ও নোংরা পরিবেশে দই-মিষ্টি তৈরির অপরাধে বগুড়ায় 'স্বরপাতা দই ঘর' এবং 'রিংকী সুইটস'কে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (৭ ফেব্রুয়ারি)  জেলার শেরপুরে এক অভিযানে এ জরিমানা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের উপপরিচালক ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এ এইচ এম আসিফ বিন ইকরাম।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এ এইচ এম আসিফ বিন ইকরাম বলেন, 'বৃহস্পতিবার জেলার শেরপুরে বিভিন্ন দই ও মিষ্টির দোকানে অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে দেখা যায় 'স্বরপাতা দই ঘর' এবং 'রিংকী সুইটস' নামের দুটি দোকানে অপরিচ্ছন্ন ও নোংরা পরিবেশে দই-মিষ্টি তৌরি করা হচ্ছে। তখন ওই দুই প্রতিষ্ঠানকে ১ লাখ করে মোট ২ লাখ টাকা জরিমানা করা হয়। সেই সাথে প্রায় ১৫ কেজি পঁচা, গন্ধযুক্ত ও ফাঙ্গাসযুক্ত মাওয়া, দুগ্ধজাত পণ্যের সাথে রাখা কাঁচা মাছ জব্দ ও ধ্বংস করা হয়।'

তিনি আরো বলেন, 'জরিমানা আদায়ের পর ওই দুই প্রতিষ্ঠানকে বিধি অনুযায়ী পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা, খাদ্য সংরক্ষন ও ভোক্তাদের স্বাস্হ্য ঝুঁকি এড়াতে নিয়ম মানতে নির্দেশনা দেয়া হয়। সেই সাথে নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে করণীয় সম্পর্কে দিকনির্দেশনা সংবলিত পোস্টার প্রদান করা হয়। তখন নিরাপদ খাদ্য আইন ২০১৩ এবং বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ প্রদত্ত নির্দেশনা আগামী ১ মাসের মধ্যে প্রতিপালন করবে মর্মে মুচলেকা প্রদান করেন প্রতিষ্ঠান দুটি।'

অভিযানকালে জেলা নিরাপদ খাদ্য অফিসার রাসেল, জেলা নিরাপদ খাদ্য পরিদর্শক রামচন্দ্র সাহা, নিরাপদ খাদ্য পরিদর্শক শাহ আলী খানসহ অন্যান্য সাপোর্ট স্টাফ উপস্থিত ছিলেন।এসময় র‍্যাবের চৌকস টিম অভিযানে সহযোগিতা করে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর