বুধবার, ২৭শে নভেম্বর ২০২৪, ১২ই অগ্রহায়ণ ১৪৩১ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ২৫ শহীদ পরিবারকে ৮ লাখ টাকা করে অনুদান প্রদান
  • ড্রাইভিং লাইসেন্স নিয়ে সুখবর দিলো বিআরটিএ
  • রাষ্ট্রপতির কাছে সুপ্রিম কোর্টের বার্ষিক প্রতিবেদন পেশ
  • গণমাধ্যমে হামলা-ভাঙচুর হলে ব্যবস্থা
  • কঠোর হতে চায় না সরকার, আমরা চাই শান্তিপ্রিয় সমাধান
  • বুড়িচংয়ে ট্রেনের ধাক্কায় অটোরিকশার ৫ যাত্রী নিহত
  • নিম্নচাপে উত্তাল সাগর, ৪ সমুদ্রবন্দরে সতর্কসংকেত
  • ঢাকার যে ৫ এলাকায় আজ বেশি বায়ুদূষণ
  • সংঘর্ষে না জড়িয়ে শিক্ষার্থীদের শান্ত থাকার আহ্বান সরকারের
  • যাত্রাবাড়ী-ডেমরায় ৬ প্লাটুন বিজিবি মোতায়েন

খুলনা মেট্রোপলিটন পুলিশ'র গ্রান্ড কল্যাণ সভা

মোঃ শাকিব হোসাইন রাসেল ,খুলনা

প্রকাশিত:
১১ মার্চ ২০২৪, ১১:৪০

কেএমপি’র গ্রান্ড কল্যাণ সভা নগরীর বয়রাস্থ পুলিশ লাইন্স মাল্টিপারপাস হলে রোববার (১০ মার্চ ) সকাল ১০টার দিকে অনুষ্ঠিত হয়। কেএমপি কমিশনার মোঃ মোজাম্মেল হক এতে সভাপতিত্ব করেন। সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠ করা হয়। সভার শুরুতে ‘ডায়াবেটিস থেকে বাঁচার উপায় সম্পর্কে’ স্বাস্থ্য বিষয়ক পরামর্শ দেন খুলনা বিভাগীয় পুলিশ হাসপাতালের ডাঃ মোঃ আব্দুল্লাহ আল-মাসুম। এরপর বিগত কল্যাণ সভায় প্রস্তাবিত সিদ্ধান্ত ও বাস্তবায়নের অগ্রগতি নিয়ে আলোচনা করা হয়।


পরে কেএমপি’র আড়ংঘাটা থানায় কর্মরত এসআই (নিঃ) শেখ শওকত আলী, প্রসিকিউশন বিভাগে কর্মরত এস আই (নিঃ) ফনী ভূষণ সরকার ও পরিচ্ছন্নকর্মী রনজিৎ দীর্ঘ চাকুরি জীবন শেষে বার্ধ্যক্যজনিত অবসর এবং আড়ংঘাটা পুলিশ ক্যাম্পে কর্মরত কনস্টেবল মোঃ আকরার আলী মোল্যা, প্রসিকিউশন বিভাগে কর্মরত কনস্টেবল মোঃ রোস্তম আলী দীর্ঘ চাকুরি জীবন শেষে স্বেচ্ছায় অবসরে যাওয়ায় পুলিশ কমিশনার তাদেরকে ফুলেল শুভেচ্ছা, ক্রেস্ট ও উপহার প্রদান করেন। একই সাথে তাদের অবসরকালীন সময়ে সর্বাঙ্গীণ মঙ্গল কামনা এবং তারা যেন সুস্থ ও সুন্দর ভাবে জীবন অতিবাহিত করতে পারে সেই প্রত্যাশা ব্যক্ত করেন।

গ্রান্ড কল্যাণ সভায় কেএমপি’র অতিরিক্ত কমিশনার (ট্রাফিক এন্ড প্রটোকল অতিঃ দায়িত্বে ক্রাইম) মোছাঃ তাসলিমা খাতুন, ডেপুটি কমিশনার (উত্তর) মোল্যা জাহাঙ্গীর হোসেন, ডেপুটি কমিশনার (সদর) মোহাম্মদ আনোয়ার হোসেন, ডেপুটি কমিশনার (লজিস্টিকস এ্যান্ড সাপ্লাই) এম এম শাকিলুজ্জামান, ডেপুটি কমিশনার (দক্ষিণ) মোহাম্মদ তাজুল ইসলাম, ডেপুটি কমিশনার (এফএন্ডবি) শেখ মনিরুজ্জামান মিঠু, ডেপুটি কমিশনার (ট্রাফিক) মনিরা সুলতানা এবং ডেপুটি কমিশনার (আরসিডি) শাহরিয়ার মোহাম্মদ মিয়াজীসহ অতিরিক্ত ডেপুটি কমিশনারবৃন্দ, সহকারী কমিশনারবৃন্দ, অফিসার ইনচার্জবৃন্দ ও ফোর্স উপস্থিত ছিলেন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর