প্রকাশিত:
১২ মার্চ ২০২৪, ১৩:৩১
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) অধ্যয়নরত ফেনী জেলা হতে আগত শিক্ষার্থীদের সংগঠন ‘ফেনী স্টুডেন্টস এসোসিয়েশন অব কুমিল্লা ইউনিভার্সিটি' ২০২৩-২৪ বর্ষের কমিটি ঘোষণা করা হয়েছে। এতে নতুন সভাপতি হিসেবে আইসিটি ১৪ তম ব্যাচের নাঈম উদ্দিন খোন্দকার ও সাধারণ সম্পাদক হিসেবে মার্কেটিং বিভাগের ১৫ তম ব্যাচের মো. আবিদুর রহমান।
সোমবার (১১ মার্চ) সদ্য সাবেক কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক বিবৃতির মাধ্যমে এই তথ্য জানানো হয়।
সংগঠনটির সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন আবরার ফাহিম, অনন মজুমদার, রুবাইয়া আঁখি, মো: সায়েম মুহাইমিন
যুগ্ন-সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন ১৫ তম ব্যাচের বেলাল হোসাইন মামুন, আয়েশা আক্তার, সাজেদুল কাদের সুপ্ত।
সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন ১৫ তম ব্যাচের জাহিদুল হক মাহাদ। সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে আছেন একই ব্যাচের মো: তানভির মাহমুদ, তানজিনা আক্তার, নিশাত তাসনিম মাইমা, মাহের তারিন, আরমান আলী পাটোয়ারী।
অর্থ সম্পাদক পদে আছেন ১৬ তম ব্যাচের জয়সাল আহমেদ রেজভী এবং মাহবুবা জান্নাত।
দপ্তর সম্পাদক পদে আছেন একই পদের মোস্তাফিজুর রহমান।
উপ-দপ্তর সম্পাদক পদে আছেন ১৬ তম ব্যাচের হৃদয় ভূইয়া, নারী বিষয়ক সম্পাদক পদে তাসনিম তাবাসসুম সৃষ্টি, উপ-নারী বিষয়ক সম্পাদক পদে তাসমিমা তাহরিন ঔদি, প্রচার সম্পাদক পদে আব্দুল আল সায়েম, উপ-প্রচার সম্পাদক পদে সাদিয়া বিনতে সুলতান, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক পদে মো: নাজমূল হক, সৈকত দে, উপ-তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক পদে, রাওফাল ইসলাম ইভান, আইন বিষায়ক সম্পাদক পদে জান্নাতুল নাঈমা, রাফি চৌধুরী, ধর্ম বিষয়ক সম্পাদক পদে মুরাদুল হাসান, সংস্কৃতি সম্পাদক পদে মাহিয়া ওরসি, উপ-সংস্কৃতি সম্পাদক পদে সাদমান নূর, ক্রীড়া বিষয়ক সম্পাদক পদে শরীফুল ইসলাম, উপ-ক্রীড়া বিষয়ক সম্পাদক পদে রফিকুল ইসলাম, আপ্যায়ন বিষয়ক সম্পাদক পদে জান্নাতুল মাহিসহ আরো ২৩ জন কার্যনির্বাহী সদস্য পদে আছেন।
মন্তব্য করুন: