প্রকাশিত:
১৩ মার্চ ২০২৪, ১৪:৫৪
নারায়ণগঞ্জ জেলা প্রশাসক (ডিসি) মাহমুদুল হক বলেছেন, আমি (১২ মার্চ ) মঙ্গলবার রাতে ব্যবসায়ী সমিতির নেতাদের নিয়ে বৈঠক করেছি। রমজান মাসে দ্রব্যমূল্য যেন সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে থাকে এবং ন্যায্য দামে যেন তারা বিক্রি করে।
সে ধারাবাহিকতায় আজকে আমরা এখানে খুচরা বাজারে এসেছি। আপনারা জানেন খেসারি ডালের দাম হঠাৎ বেড়ে গেছে। এছাড়া গরু ও মুরগির মাংসের দোকানে আমরা গিয়েছি।
বুধবার (১৩ মার্চ) দুপুরে পবিত্র মাহে রমজান উপলক্ষে দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে সদর থানাধীন নিতাইগঞ্জ এলাকায় বাজার মনিটরিংয়ে এসে সাংবাদিকদের একথা বলেন তিনি। এ সময় জেলার অতিরিক্ত পুলিশ সুপার আমীর খসরু তার সঙ্গে উপস্থিত ছিলেন।
তিনি বলেন, খুচরা ও পাইকারি বিক্রেতাদের যেন পাকা রশিদ থাকে। পাশাপাশি পণ্যের মূল্য তালিকা যেন প্রতিষ্ঠানে রাখে সেটা নিশ্চিত করছি।
খুচরা বাজারে খেসারির ডাল দেখলাম ১৩০ টাকা বিক্রি করছেন। পাইকারি যিনি বিক্রি করছেন তিনি বললেন বগুড়া থেকে এনেছেন তবে রশিদ দেখাতে পারছেন না। কিছু অনিয়ম আছে। রমজানে নিত্য প্রয়োজনীয় দ্রব্য যেন মানুষের নাগালে থাকে। কেউ যেন কোনো পণ্যের মূল্য অস্বাভাবিকভাবে বাড়াতে না পারে সেজন্য আমরা মনিটরিং করছি।
তিনি বলেন, মঙ্গলবার আমরা ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করেছিলাম। তারা সে বিষয়গুলো নিয়ে কাজ করছে কীনা সেটা দেখতেই এসেছি। বাজার মনিটরিংয়ে আসলেই অনেক দোকানদার চলে যায়। তারা হয়ত বেশি দামে বিক্রি করছে। তবে আমাদের অভিযান চলমান থাকবে।
মন্তব্য করুন: