বুধবার, ২৭শে নভেম্বর ২০২৪, ১২ই অগ্রহায়ণ ১৪৩১ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ২৫ শহীদ পরিবারকে ৮ লাখ টাকা করে অনুদান প্রদান
  • ড্রাইভিং লাইসেন্স নিয়ে সুখবর দিলো বিআরটিএ
  • রাষ্ট্রপতির কাছে সুপ্রিম কোর্টের বার্ষিক প্রতিবেদন পেশ
  • গণমাধ্যমে হামলা-ভাঙচুর হলে ব্যবস্থা
  • কঠোর হতে চায় না সরকার, আমরা চাই শান্তিপ্রিয় সমাধান
  • বুড়িচংয়ে ট্রেনের ধাক্কায় অটোরিকশার ৫ যাত্রী নিহত
  • নিম্নচাপে উত্তাল সাগর, ৪ সমুদ্রবন্দরে সতর্কসংকেত
  • ঢাকার যে ৫ এলাকায় আজ বেশি বায়ুদূষণ
  • সংঘর্ষে না জড়িয়ে শিক্ষার্থীদের শান্ত থাকার আহ্বান সরকারের
  • যাত্রাবাড়ী-ডেমরায় ৬ প্লাটুন বিজিবি মোতায়েন

পথচারীকে চাপা দিয়ে বাস পুকুরে, নিহত ২

বরিশাল প্রতিনিধি

প্রকাশিত:
১৩ মার্চ ২০২৪, ১৬:৫৮

বরিশালের উজিরপুরে পথচারী কিশোরকে চাঁপা দিয়ে একটি যাত্রীবাহী বাস পুকুরে পড়ে গেছে। এ ঘটনায় পথচারীসহ দুইজন নিহত হয়েছেন।

সেই সঙ্গে বাসের অন্তত ১৫ যাত্রী আহত হওয়ার খবর পাওয়া গেছে।
বুধবার (১৩ মার্চ) দুপুর দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন উজিরপুর মডেল থানার পরিদর্শক (তদন্ত) তৌহিদুজ্জামান।

নিহতদের মধ্যে একজনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তিনি হলেন উজিরপুর উপজেলার সানুহার গ্রামের বাসিন্দা মো. বেল্লাল সরদারের ছেলে সুমন সরদার (১৫)।

পরিদর্শক তৌহিদুজ্জামান বলেন, যশোর থেকে সকাল ৬টায় বরিশালের উদ্দেশ্যে ছাড়ে চাকলাদার পরিবহনের ওই বাসটি। বরিশাল-ঢাকা মহাসড়কের সানুহার এলাকায় পৌঁছালে রাস্তা পার হতে যাওয়া সুমনকে চাঁপা দিয়ে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছে গিয়ে আছড়ে পড়ে। এতে গাছটি ভেঙে বাস পুকুরে পড়ে যায়।

পরিদর্শক জানান, পুকুরের মধ্যে বাসের নিচে চাপা পড়ে থাকা অজ্ঞাত একজনের মরদেহ আছে। সেই মরদেহ উদ্ধারের চেষ্টা করা হচ্ছে। বাস সম্পূর্ণ উদ্ধার করা না হলে কতজন মারা গেছে তা নিশ্চিত বলা যাচ্ছে না।

এখন পর্যন্ত দুইজন নিশ্চিত হওয়া গেছে জানিয়ে পরিদর্শক বলেন, বাসে থাকা অন্তত ১৫ যাত্রী আহত হয়েছেন। তারা বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। বর্তমানে উদ্ধার কাজ চলছে।

স্থানীয়রা জানিয়েছেন, বেপরোয়া গতির বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পথচারীকে চাপা দিয়ে চৌকিদারবাড়ির পুকুরের মধ্যে খাদে পড়ে। এতে বাসের ১৫ যাত্রী আহত হলে তাদের উদ্ধার করে উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এদিকে ঘটনার পর বাসটির চালক পালিয়ে গেছেন। পাশাপাশি গৌরনদী ও উজিরপুর ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট ও ডুবরি দল প্রায় ২ ঘণ্টা অভিযান চালিয়ে পুকুরে পড়া বাসের মধ্যে থাকা ব্যক্তি মরদেহ উদ্ধার করেন।

গৌরনদী হাইওয়ের থানা পুলিশ জানিয়েছে, মূত্যুর সংখ্যা আরও বাড়তে পারে।

উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাফর আহম্মেদ এ তথ্য নিশ্চিত করেছেন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর