প্রকাশিত:
১৭ মার্চ ২০২৪, ১৫:২৩
প্রথম দুই ম্যাচে নিয়েছিলেন চার উইকেট। দলের হয়ে গুরুত্বপূর্ণ সময়েই উইকেট এনে দিচ্ছিলেন তিনি।
তবে বাংলাদেশ দলের জন্য দুঃসংবাদ। শ্রীলঙ্কার বিপক্ষে তৃতীয় ওয়ানডে থেকে হ্যামস্ট্রিংয়ের চোটে ছিটকে গেছেন তানজিম হাসান সাকিব।
তানজিমের ছিটকে যাওয়ার বিষয়টি নিশ্চিত করে প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু বলেন, 'ফিজিও আমাদের জানিয়েছেন, তানজিম খেলতে পারবে না। তার জায়গায় আমরা কাউকে নিতে পারি কি না চিন্তা করছি। কারণ, সোমবার (১৮ মার্চ ) আবার সকালে যদি (অন্য কারও) কিছু হয়। '
আজ (১৭ মার্চ ) রোববার দলীয় অনুশীলন করতে গিয়ে পেশিতে চোট পান তানজিম। স্ক্যান করে জানা যায়, তৃতীয় ওয়ানডে থেকে ছিটকে পড়েছেন তিনি। সিরিজের প্রথম ওয়ানডেতে দারুণ বোলিং করেছেন ডানহাতি এই পেসার। ৪৪ রান খরচ করে নেন ৩ উইকেট। দ্বিতীয় ওয়ানডেতে ১০ ওভার বল করে ৬৫ রান দিয়ে পান ১ উইকেট।
তানজিম না থাকায় সোমবার (১৮ মার্চ ) তৃতীয় ওয়ানডেতে একাদশে সুযোগ পেতে পারেন মোস্তাফিজুর রহমান।
মন্তব্য করুন: