বুধবার, ২৭শে নভেম্বর ২০২৪, ১৩ই অগ্রহায়ণ ১৪৩১ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ২৫ শহীদ পরিবারকে ৮ লাখ টাকা করে অনুদান প্রদান
  • ড্রাইভিং লাইসেন্স নিয়ে সুখবর দিলো বিআরটিএ
  • রাষ্ট্রপতির কাছে সুপ্রিম কোর্টের বার্ষিক প্রতিবেদন পেশ
  • গণমাধ্যমে হামলা-ভাঙচুর হলে ব্যবস্থা
  • কঠোর হতে চায় না সরকার, আমরা চাই শান্তিপ্রিয় সমাধান
  • বুড়িচংয়ে ট্রেনের ধাক্কায় অটোরিকশার ৫ যাত্রী নিহত
  • নিম্নচাপে উত্তাল সাগর, ৪ সমুদ্রবন্দরে সতর্কসংকেত
  • ঢাকার যে ৫ এলাকায় আজ বেশি বায়ুদূষণ
  • সংঘর্ষে না জড়িয়ে শিক্ষার্থীদের শান্ত থাকার আহ্বান সরকারের
  • যাত্রাবাড়ী-ডেমরায় ৬ প্লাটুন বিজিবি মোতায়েন

ফুলবাড়ীতে মাদকদ্রব্য গাঁজা ও ইস্কাপ সহ আটক ০২

মোঃ নাজমুল হাসান, ফুলবাড়ী ( কুড়িগ্রাম)

প্রকাশিত:
২১ মার্চ ২০২৪, ১৬:১৬

কুড়িগ্রামের ফুলবাড়ী থানা পুলিশ পৃথক পৃথক অভিযান পরিচালনা করে মোট ০৮ (আট) কেজি ৯০০ (নয়শত) গ্রাম মাদকদ্রব্য গাঁজা ও ৪৮ (আটচল্লিশ) বোতল মাদকদ্রব্য ইস্কাপ সহ ০২ জন মাদক চোরাকারবারীকে আটক করেছে।

জানা যায় যে, বুধবার (২০ মার্চ) ফুলবাড়ী থানার এসআই(নিঃ)/মোত্তাকিন বিল্লাহ এর নেতৃত্বে একদল চৌকস পুলিশ অফিসার ফুলবাড়ী উপজেলা সোনাইকাজী গ্রামের ধরলা ব্রীজে চেকপোষ্টে ডিউটি করাকালে একটি অটোগাড়ী (মিশুক) তল্লাশী করার জন্য থামার সংকেত দেয়।

সেই সময় অটোগাড়ী (মিশুক) এ যাত্রী হিসেবে থাকা ফুলবাড়ী উপজেলার গজেরকুটি গ্রামের আমিনুর রহমানের ছেলে হাসানুর রহমান (২২) অটোগাড়ী হতে নেমে পালানোর চেষ্টাকালে পুলিশ তাকে আটক করে। পরে উপস্থিত লোকজনের সামনে ফুলবাড়ী থানা পুলিশ আটককৃত হাসানুর রহমানের দেহ তল্লাশী করে তার নিকট হতে ০২ কেজি ৫০০ গ্রাম মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করে থানায় নিয়ে এসে মামলা দায়ের করেন মর্মে জানা যায়।

এছাড়াও ফুলবাড়ী থানার এসআই(নিঃ)/ ইব্রাহীম খলিল এর নেতৃত্বে অপর একটি পুলিশ টিম বৃহস্পতিবার (২১ মার্চ) ভোর অনুমান ০৫.১০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে ফুলবাড়ী উপজেলার কৃষ্ণানন্দ বকসী গ্রামের আনোয়ার হোসেনের বাড়ীতে অভিযান পরিচালনা করে মাদব ব্যবসায়ী আনোয়ার হোসেন (৫৩) কে তার বাড়ীতে আটক করে তার বসতবাড়ীর রান্নাঘরের মাটির গর্তে প্লাষ্টিকের পোটলায় সর্বমোট ২৪ (চব্বিশ) বোতল মাদকদ্রব্য ইস্কাপ সহ ০৬ কেজি ৪০০ গ্রাম মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করে থানায় নিয়ে আসেন মর্মে জানা যায়।

এ বিষয়ে এলাকার লোকজনের সাথে কথা বলে জানা যায় যে, আটককৃত ব্যক্তিদ্বয় পেশাদার মাদক ব্যবসায়ী। তারা ভারতীয় সীমান্ত এলাকা হতে বিভিন্ন ধরনের মাদকদ্রব্য সংগ্রহ করে বিভিন্ন এলাকার মাদক সেবীদের নিকট খুচরা ও পাইকারী বিক্রয় করে থাকে। তাদের কারনে এলাকার উঠতি বয়সী ছেলে/মেয়েরা মাদক সেবনে উৎসাহিত হচ্ছে।

এ ব্যাপারে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) প্রাণকৃষ্ণ দেবনাথ জানায় যে, উদ্ধারকৃত মাদকদ্রব্যর সাথে জড়িত আটককৃত ব্যক্তিদ্বয়ের বিরুদ্ধে ফুলবাড়ী থানায় পৃথক পৃথক দুটি মামলা রুজু করা হয়েছে এবং আটককৃত ব্যক্তিদ্বয়কে বিধি মোতাবেক কোর্টে প্রেরণ করা হয়েছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর