প্রকাশিত:
২৬ মার্চ ২০২৪, ১৩:০১
২৫শে মার্চ গণহত্যা দিবসে শহিদদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করতে মোমবাতি প্রজ্জ্বলন করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। সোমবার (২৫শে মার্চ) সন্ধ্যা ৭টায় ১মিনিট মোমবাতি প্রজ্জ্বলনের মাধ্যমে কর্মসূচি শুরু করা হয়।
মোমবাতি প্রজ্জ্বলন শেষে শিক্ষক সমিতির নেতৃবৃন্দ এক মিনিট নিরবতা পালন করেন। নীরবতা পালন শেষে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. আবু তাহের বলেন, 'পাকিস্তানি হানাদার বাহিনী অপারেশন সার্চলাইটের মাধ্যমে ঘুমন্ত বাঙালির উপর ঝাপিয়ে পড়েছিল। বাঙালি জাতিকে মেধাশূন্য করার জন্য তারা এই ভয়াল রাতটিকে বেছে নিয়েছিল। এই কালরাত্রিতে যারা শহীদ হয়েছিল সেইসব শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করি।'
এ সময় আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সহ সভাপতি অধ্যাপক মো: তোফায়েল হোসেন মজুমদার, অধ্যাপক ড. কাজী মোহাম্মদ কামাল উদ্দিন, কোষাধ্যক্ষ মুর্শেদ রায়হান, সাহিত্য, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক পদে লোক প্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক ড. জান্নাতুল ফেরদৌস, কার্যনির্বাহী সদস্য অধ্যাপক ড. দুলাল চন্দ্র নন্দী, মোহাম্মদ আইনুল হক, ড. মো. শাহাদাৎ হোসেন, বাংলা বিভাগের অধ্যাপক ড. জি এম মনিরুজ্জামান, কাজী নজরুল ইসলাম হলের প্রভোস্ট নাসির হোসেন, বিজ্ঞান অনুষদের ডিন ড. প্রদীপ দেবনাথ, পদার্থবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক জুলহাস মিয়া, বাংলা বিভাগের অধ্যাপক নূর মোহাম্মদ রাজু, আইন বিভাগের প্রভাষক সোহরাব হোসেন।
মন্তব্য করুন: