বৃহঃস্পতিবার, ১লা মে ২০২৫, ১৭ই বৈশাখ ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বিমান বাহিনীর অনুশীলন পর্যবেক্ষণ প্রধান উপদেষ্টার
  • যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক নিয়ে যা বললেন অর্থ উপদেষ্টা
  • ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ
  • সরকারের প্রচেষ্টা হচ্ছে মানবাধিকার ও শ্রমিক অধিকার সমুন্নত রাখা
  • সেনাবাহিনীর দক্ষতা ও স্বচ্ছতার প্রশংসা করলেন প্রধান উপদেষ্টা
  • রমনা বটমূলে বোমা হামলা মামলার হাইকোর্টের রায় ৮ মে
  • বন্যায় ক্ষতিগ্রস্তদের ঘর বিতরণ করবেন প্রধান উপদেষ্টা
  • সরকারি চাকরিজীবীদের টাইম স্কেল ও সিলেকশন গ্রেডপ্রাপ্তরাও উচ্চতর গ্রেড পাবেন
  • ঢাকার বাতাস আজ খুব অস্বাস্থ্যকর
  • স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের পর কারিগরি শিক্ষা হবে মূল বিষয়

রুবাইয়াত-গণির নেতৃত্বে কুবির ইনজিনিয়াস প্ল্যাটফর্ম

হাসিন আরমান অয়ন,কুবি

প্রকাশিত:
৬ এপ্রিল ২০২৪, ১২:১৮

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) আইন বিভাগের শিক্ষার্থীদের সংগঠন ইনজিনিয়াস প্ল্যাটফর্মের (আইপি) দ্বিতীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে আছেন রুবাইয়াত আল মাহিম এবং সাধারণ সম্পাদক হিসেবে আছেন মো. রেজওয়ানউল ইসলাম গণি।

শুক্রবার (৫ মার্চ) বিদায়ী সভাপতি সাফায়িত সিফাত ও সাধারণ সম্পাদক মো. মামুন হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

নতুন কমিটিতে সহ-সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন ফাহিম হোসাইন ও ফাইজা কামাল মুনমুন। কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে আছেন ওসমানী রাকিব, মাইশা রহমান রোদিতা এবং মো. বায়েজিদউল আলম। কমিটিতে সাংগঠনিক সম্পাদক হিসেবে আছেন রিদওয়ান তানজিম ও মিথিলা মিনহা, অর্থ সম্পাদক হিসেবে আছেন সামিউল আলম এবং দপ্তর সম্পাদক হিসেবে আছেন ফয়সাল আহমেদ সরকার।

এছাড়াও স্কিল ডেভেলপমেন্ট সেক্রেটারি হিসেবে মো. মেহেরাজ হোসেন, গবেষণা ও প্রকাশনা সম্পাদক সামিহা আক্তার, প্রেস এবং মিডিয়া সেক্রেটারি তাইমুন্নাহার তিশা, তথ্য ও যোগাযোগ সম্পাদক ইমতিয়াজ আহমেদ এবং সামাজিক মাধ্যম ব্যবস্থাপক পদে আছেন নূরে জান্নাত পলি।

কমিটির সভাপতি রুবাইয়াত আল মাহিম বলেন, ‘আমাদের এই প্ল্যাটফর্মটি আইন বিভাগের শিক্ষার্থীদের স্কিল ডেভেলপমেন্টের জন্য কাজ করে, কমিটিতে আমাকে সভাপতি হিসেবে নির্বাচিত করায় সিনিয়রদের প্রতি আমি কৃতজ্ঞ। পূর্বের কমিটি অনেক প্রোগ্রাম করেছে, আমরা আরো বেশি প্রোগ্রাম করবো যাতে আমাদের জুনিয়রদের উপকার হয়।'

উল্লেখ্য, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের শিক্ষার্থীদের নিয়ে ২০১৭ সাল থেকে আইন বিষয়ক দক্ষতা অর্জন, বিশ্লেষণ, বিতর্ক, মুটিং, আইন সম্পর্কিত সমসাময়িক বিষয়ে ওয়েবিনার, পাবলিক স্পিকিংসহ নানা ধরনের কর্মকাণ্ড করে আসছে ইনজিনিয়াস প্ল্যাটফর্ম।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর