বুধবার, ২৭শে নভেম্বর ২০২৪, ১২ই অগ্রহায়ণ ১৪৩১ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ২৫ শহীদ পরিবারকে ৮ লাখ টাকা করে অনুদান প্রদান
  • ড্রাইভিং লাইসেন্স নিয়ে সুখবর দিলো বিআরটিএ
  • রাষ্ট্রপতির কাছে সুপ্রিম কোর্টের বার্ষিক প্রতিবেদন পেশ
  • গণমাধ্যমে হামলা-ভাঙচুর হলে ব্যবস্থা
  • কঠোর হতে চায় না সরকার, আমরা চাই শান্তিপ্রিয় সমাধান
  • বুড়িচংয়ে ট্রেনের ধাক্কায় অটোরিকশার ৫ যাত্রী নিহত
  • নিম্নচাপে উত্তাল সাগর, ৪ সমুদ্রবন্দরে সতর্কসংকেত
  • ঢাকার যে ৫ এলাকায় আজ বেশি বায়ুদূষণ
  • সংঘর্ষে না জড়িয়ে শিক্ষার্থীদের শান্ত থাকার আহ্বান সরকারের
  • যাত্রাবাড়ী-ডেমরায় ৬ প্লাটুন বিজিবি মোতায়েন

৩ দিন পর শিক্ষার্থীর লাশ পাওয়া গেল কলেজের পুকুরে

ডেস্ক রির্পোট

প্রকাশিত:
১৭ এপ্রিল ২০২৪, ১৪:৪৮

গাজীপুরের শ্রীপুরে কাউকে কিছু না বলে বাসা থেকে বের হয়ে যাওয়ার তিন দিন পর এক স্কুলছাত্রের লাশ পাওয়া গেছে স্থানীয় একটি কলেজের পুকুরে। আজ বুধবার সকালে শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নের পিয়ার আলী কলেজের পুকুর থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।

লাশ উদ্ধার হওয়া শিশুটির নাম মো. সিয়াম (১৪)। সে কলেজটির পাশে মা–বাবার সঙ্গে ভাড়া বাসায় বসবাস করত। সিয়াম মাওনা চাইল্ডহুড স্কুলের পঞ্চম শ্রেণির ছাত্র ছিল। তার বাবার নাম কনক মিয়া। তাদের গ্রামের বাড়ি কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার চরকাটিহারি গ্রামে। ১৪ এপ্রিল দুপুরে কাউকে কিছু না বলে সে বাসা থেকে বের হয়ে নিখোঁজ হয়েছিল। এ ঘটনায় সিয়ামের বাবা শ্রীপুর থানায় একটি অভিযোগ করেছিলেন।


স্থানীয় লোকজন বলেন, আজ সকালে পুকুরের পানিতে কিছু একটা ভাসতে দেখেন স্থানীয় লোকজন। কাছে গিয়ে তাঁরা শিশুটির লাশ দেখতে পান। এ খবর আশপাশে ছড়িয়ে পড়লে পরিবারের লোকজন এসে সিয়ামের লাশ শনাক্ত করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে লাশটি উদ্ধার করে। শিশুটির বাসা থেকে পুকুরটি প্রায় ৫০০ গজ দূরে অবস্থিত।

নিহত শিশুটির পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, ১৪ এপ্রিল দুপুরে কাউকে কিছু না বলে সিয়াম বাসা থেকে বের হয়ে যায়। প্রতিদিনের মতো সন্ধ্যায় বাসায় ফিরে না আসায় পরিবারের লোকজন বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি শুরু করেন। কোথাও সন্ধান না পেয়ে সিয়ামের বাবা কনক মিয়া শ্রীপুর থানায় অভিযোগ করেন।


এ বিষয়ে জানতে চাইলে আজ বেলা সোয়া ১১টার দিকে শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. ইসমাইল  বলেন, শিশুটির লাশ পানিতে ভাসমান অবস্থায় পাওয়া গেছে। শরীরের কিছু স্থানে পচন ধরা অবস্থায় লাশটি উদ্ধার করা হয়েছে। শিশুটি সাঁতার জানত না বলে জানা গেছে। পরিবারের অভিযোগের পরিপ্রেক্ষিতে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর