প্রকাশিত:
১৭ এপ্রিল ২০২৪, ১৭:০৫
জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি সেখানে আড়ষ্ট, মুক্তি সেখানে অসম্ভব । এই জ্ঞান, বুদ্ধি ও মুক্তির সীমাবদ্ধতা দূর করতে ছাত্র - ছাত্রী কল্যান সমিতি ঢাকা বিশ্ববিদ্যালয় রায়পুর উপজেলার উদ্যোগে আয়োজন করা হয় এডমিশন ক্যাম্প ২০২৪।
এই এডমিশন ক্যাম্পটি বুধবার ( ১৭ এপ্রিল) দিনব্যাপী
লক্ষ্মীপুরের রায়পুরের হায়দরগঞ্জ মডেল কলেজের এইচএসসি ১ম ও ২য় বর্ষের শিক্ষার্থীদের নিয়ে পরীক্ষাটি অনুষ্ঠিত হয়।
ছাত্র- ছাত্রী কল্যান সমিতি ঢাকা বিশ্ববিদ্যালয় রায়পুর এর সভাপতি ইমাম হোসেন শিহাব বলেন, আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার আদলে আজকের পরীক্ষাটি নিয়েছি, আজকের পরীক্ষা প্রায় ২০০ জন শিক্ষার্থী অংশ নেয়। আমাদের রায়পুর উপজেলার শিক্ষার্থীরা যেনো উচ্চ শিক্ষা সুযোগ পায় তার জন্যেই আমাদের এমন আয়োজন।
এছাড়াও সংগঠনটির সাধারাণ সম্পাদক মোহাম্মদ মহিউদ্দিন বলেন, আজকের পরীক্ষা দেওয়ার শিক্ষার্থীদের যাচাই-বাছাই করে আমরা আমাদের ছাত্র-ছাত্রী কল্যান সমিতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে তাদের পড়াশোনার বিষয়ে এখন থেকে তদারকি করবো। যাতে করে আমাদের রায়পুরের পিছিয়ে পড়া মেধাবী শিক্ষার্থী ঢাবি সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের পড়ার সুযোগ পায়।
হায়দরগঞ্জ মডেল কলেজের শিক্ষক মোস্তফা কামাল বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এমন আয়োজন আমাদের মুগ্ধ করেছে। আমরা তাদের এমন উদ্যোগকে সাধুবাদ জানাই।
পরীক্ষা শেষে শিক্ষার্থীদের উদ্দেশ্য বক্তব্য দেন, হায়দারগঞ্জ মডেল কলেজের অধ্যক্ষ ড. এ.কে.এম ফজলুল হক।
এ আয়োজনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রায়পুর উপজেলার বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন: